1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাজ্য

যুক্তরাজ্যে নির্বাচন: উপস্থাপক জ্ঞান হারানোয় বিতর্ক সমাপ্ত

২৭ জুলাই ২০২২

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি হতে লড়ছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক৷ মঙ্গলবার লাইভ চলাকালে উপস্থাপক জ্ঞান হারালে দুই প্রার্থীর বিতর্ক শেষ করতে বাধ্য হন চ্যানেল কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/4EhsE
মঙ্গলবার লাইভ চলাকালে উপস্থাপক জ্ঞান হারালে দুই প্রার্থীর বিতর্ক শেষ করতে বাধ্য হন চ্যানেল কর্তৃপক্ষ
মঙ্গলবার লাইভ চলাকালে উপস্থাপক জ্ঞান হারালে দুই প্রার্থীর বিতর্ক শেষ করতে বাধ্য হন চ্যানেল কর্তৃপক্ষছবি: Jacob King/REUTERS

৩০ মিনিট ধরে চলার কথা ছিল বিতর্ক৷ নানা বিষয় নিয়েদুই প্রার্থী যখন একে অপরের উপর চড়াও হচ্ছিলেন ঠিক সেই সময় স্টুডিওতে কিছু একটা ধসে পড়ার মতো শব্দ হয়৷ সেই সময় ক্যামেরা ছিল ট্রুসের দিকে ফোকাস করা৷ ট্রুস চিৎকার করে ওঠেন, ‘ওহ মাই গড'৷ এর সঙ্গে সঙ্গে লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়া হয়৷  টক টিভি এবং সান সংবাদপত্র এই বিতর্কের আয়োজন করেছিল৷

পরে টক টিভি জানায় তাদের উপস্থাপক কেট ম্যাকক্যান জ্ঞান হারিয়েছিলেন৷ এই ঘটনার জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন চ্যানেল কর্তৃপক্ষ৷ টুইটারে তারা জানান, কেট সুস্থ হলেও চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে আছেন৷ তাই বিতর্কটি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না৷ ট্রুস এবং সুনাক পরে কেটের সুস্থতা কামনা করে টুইট করেন৷

বিতর্কে সুনাক বলেন, করোনা মহামারির কারণে যুক্তরাজ্যের বিপুল ব্যয় হয়েছে৷ এতে দেশের ঋণ বেড়েছে বলে জানান তিনি৷ বলেন, এই ঋণের বোঝা শেষ পর্যন্ত বইতে হবে দেশের পরবর্তী প্রজন্মগুলোকে৷ তবে এ নিয়ে দুশ্চিন্তা করতে নারাজ ট্রুস৷ তিনি বলেন, তিন বছরের মধ্যে ওই ঋণ পরিশোধ করা শুরু করবে যুক্তরাজ্য৷

যুক্তরাজ্যেরজাতীয় বিমার বাড়তি সুবিধা ও বাণিজ্যিক কর বাড়ানোর পরিকল্পনা বাতিল করতে চান লিজ ট্রুস৷ ঋষি সুনাক বলেছেন, যুক্তরাজ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো কর ছাড় দেবেন না তিনি৷

এছাড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও দু'জনের মধ্যে জোর বিতর্ক হয়৷

এর আগে সোমবার প্রথমবারের মতো বিতর্কে অংশ নিয়েছিলেন এই দুই প্রার্থী৷ বিবিসি সেই বিতর্কের আয়োজন করেছিল৷ সোমবারের বিতর্কের পর জরিপে এগিয়ে ট্রুস৷ কনজারভেটিভ সদস্যদের ৫০ ভাগ মনে করেন ট্রুস বিতর্কে ভালো করেছেন, আর ৩৯ ভাগ মনে করছেন সুনাক ভালো করেছেন৷

সেপ্টেম্বরের ৫ তারিখে অন্তত ২ লাখ কনজারভেটিভ সদস্য তাদের নেতা নির্বাচন করবেন৷

এপিবি/এসিবি (এপি, রয়টার্স)