যুক্তরাজ্যে শেষ সফরে চ্যান্সেলর ম্যার্কেল
৩ জুলাই ২০২১২০০৫ সালে ক্ষমতায় আসার পর ২২তম বারের মতো যুক্তরাজ্য সফরে গেলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ আগামি সেপ্টেম্বরের নির্বাচনে লড়ছেন না তিনি, তাই দেশটিতে চ্যান্সেলর হিসেবে এটিই তার শেষ আনুষ্ঠানিক সফর৷
শুক্রবার তিনি লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বরিস জনসনের সঙ্গে বৈঠক করেন৷ পরবর্তীতে সংবাদ সম্মেলনে মার্কেল বলেন, ‘‘ব্রিটেন এখন ইউরোপীয় ইউনিয়নের বাইরে যা আমাদের সম্পর্কের নতুন অধ্যায় খোলার জন্য চমৎকার একটি সুযোগ৷’’ দুই দেশের নিবিড় যোগাযোগের জন্য তিনি বাস্তবধর্মী উপায় বের করার উপর জোর দেন৷
ম্যার্কেল বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের চুক্তি বা সহযোগিতা চুক্তি হতে পারে যা সম্পর্ককে আরো মজবুত করবে৷ তবে ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের সঙ্গে নতুন এই সম্পর্ক রচনায় ধাপে ধাপে এগুতে চান ম্যার্কেল৷
করোনার বিধিনিষেধ শিথিল করে ব্রিটিশ নাগরিকদের জার্মানি ভ্রমণ সহজ করার কথাও বলেন তিনি৷ বর্তমানে ব্রিটেন থেকে জার্মানিতে কেউ আসলে তাকে ১৪ দিনের কোয়ারান্টিনে থাকতে হয়ে৷ যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য এই নিয়ম তুলে দেওয়া হতে পারে বলে জানান ম্যার্কেল৷
ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টে ওয়েম্বলি স্টেডিয়ামে বিপুল দর্শকের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ম্যার্কেল৷ সেমিফাইনাল ম্যাচে স্টেডিয়ামটিতে দর্শক সংখ্যা বাড়িয়ে ৬০ হাজারের উপরে করার প্রস্তুতি চলছে৷ তবে ম্যার্কেলের উদ্বেগ উড়িয়ে দিয়ে জনসন বলেছেন এই সংখ্যা কমিয়ে আনার কোন পরিকল্পনা তাদের নেই৷ এক্ষেত্রে উয়েফার স্বাস্থ্যবিধির নিয়ম মেনেই সব ব্যবস্থা নেওয়া হবে৷
এদিকে ম্যার্কেলের সম্মানে যুক্তরাজ্যে নতুন একটি অ্যাকাডেমিক ম্যাডেল চালুর ঘোষণা দিয়েছেন বরিস জনসন৷ ১৩ হাজার ৮০০ ডলার সমমূল্যের এই পুরস্কারের নামকরণ করা হবে জার্মান বংশদ্ভুত ব্রিটিশ বিজ্ঞানী ক্যারোলিন হার্শেল এর নামে৷
জার্মানি অথবা ব্রিটেনের যেকোন একজন নারী বিজ্ঞানীকে তার অবদানের জন্য ২০২২ সাল থেকে অ্যাওয়ার্ডটি দেওয়া হবে৷
মার্কেল তার সফরে ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে উইন্ডসোর প্রাসাদে দেখা করেছেন৷
এফএস/এআই (ডিপিএ, রয়টার্স, এএফপি)ঃ
গত ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...