1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্যের নদী, সাগর ও হ্রদে দূষণ ঠেকাতে নতুন কমিশন গঠন

২৩ অক্টোবর ২০২৪

যুক্তরাজ্যের নদী, সাগর ও হ্রদগুলির পানিতে দূষণ মোকাবিলায় বুধবার একটি নিরপেক্ষ কমিশন গঠন করা হয়েছে৷

https://p.dw.com/p/4m8y2
ওয়েলস এর একটি নদী থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করছেন এক সেচ্ছাসেবী
যুক্তরাজ্য পানি দূষণ মোকাবিলায় সম্প্রতি একটি নিরপেক্ষ কমিশন গঠন করেছে। ছবি: Rui Vieira/empics/picture alliance

এই কমিশনের প্রধান হবেন ব্যাংক অফ ইংল্যান্ডের সাবেক ডেপুটি গভর্নর জন কানলিফ৷

কমিশনের লক্ষ্য, এ বিষয়ে নীতিকে আরো কঠোর করে বিনিয়োগ বৃদ্ধি ও কাঠামোর নিজস্ব খামতিগুলিকে খতিয়ে দেখা৷ এক বিবৃতিতে এমনটা জানায় ব্রিটিশ সরকার

যুক্তরাজ্যের পানি সরবরাহ ব্যবস্থাকে পরিবেশ রক্ষার মানদণ্ড অর্জনে ব্যর্থ হওয়ার কারণে সম্প্রতি কয়েক লাখ পাউন্ড জরিমানা করা হয়৷ জনগণের রোষের মুখেও পড়তে হয় দেশের নদীগুলির ভয়াবহ দূষণের কারণে৷

দেশটির সবচেয়ে বড় পানি সরবরাহ সংস্থা টেমস ওয়াটার এখন ঋণের চাপে দেউলিয়া হবার মুখে৷

দেশটিরপরিবেশ মন্ত্রী স্টিভ রিড বলেন, ‘‘আমাদের পানি পথগুলি দূষিত ও আমাদের পানি ব্যবস্থা অবিলম্বে মেরামত করা দরকার৷ সেকারণেই আমরা এই ওয়াটার কমিশন চালু করেছি, যাতে পানি সাফাই করতে প্রয়োজনীয় অর্থ আমরা তুলতে পারি ও ক্ষয়ে যাওয়া অবকাঠামোকে সারিয়ে তুলতে পারি৷''

আগামী বছর তার রিপোর্ট পেশ করবে এই কমিশন৷

পানি, রাজনীতি তার মূল্য

জুলাই মাসে নির্বাচিত লেবর সরকার নতুন আইন প্রণয়ন করে এই পানি সংস্থাগুলির শীর্ষ নেতৃত্বের তদন্ত করে৷ দূষণের অভিযোগ ওঠে সংস্থাগুলির কর্মীদের বিরুদ্ধে এবং যে সংস্থার কর্মীরা তদন্তে সহায়তা করেননি, তাদের কারাবাসেও পাঠানো হয়৷

পানি সংক্রন্ত সব ধরনের সমস্যা মোকাবিলার জন্য যুক্তরাজ্যে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা, অফওয়াট৷ আগামী কয়েক মাসে অফওয়াট চায় পানির নতুন মূল্য-কাঠামো তৈরি করতে ও পানির দাম বাড়াতে৷ কিন্তু বিনিয়োগকারীরা অফওয়াটের প্রস্তাবে পুরোপুরি সন্তুষ্ট নন৷

পানি সরবরাহ সংস্থাগুলির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে অফওয়াট, বিশেষ করে ক্রেতাদের কাছ থেকে কেমন দাম নেওয়া হবে, সেই বিষয়ে৷ সংস্থাগুলির মত, অবকাঠামোগত উন্নতি থেকে যদি তাদের লাভ না আসে, তাহলে তারা পানির দাম বাড়াবে না৷

যুক্তরাজ্যে একটি পরিবারের পানি ও নিষ্কাশন বাবদ বছরে খরচ হয় ৪৪৮ পাউন্ড (যা ৫৮১ ডলারের সমান), ফ্রান্সে এই খরচ ৪৯০ ইউরো (৫৩০ ডলারের সমান)৷ অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই খরচ প্রতি মাসে ৪৯ ডলার (বছরে ৬০০ ডলারের কাছাকাছি)৷

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস জোর দিয়ে বলেন যে নীতি নির্ধারকদের এই খাতে বিনিয়োগকারীদের দিকটাও মাথায় রাখতে হবে৷ অফওয়াট প্রধান ডেভিড ব্ল্যাক জানান যে ‘‘রেকর্ড মূল্যের বিনিয়োগ হলে তার সমর্থনে থাকতে তিনি প্রস্তুত৷''

এসএস/এসিবি (রয়টার্স)