1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রেও অনুমোদন পেল বায়োনটেক-ফাইজারের টিকা

১২ ডিসেম্বর ২০২০

জার্মান প্রতিষ্ঠান বায়োনটেক ও মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের যৌথ উদ্যোগে প্রস্তুত করা টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা- এফডিএ৷ আগামী সপ্তাহ থেকেই দেশটিতে শুরু হতে পারে টিকাদান৷

https://p.dw.com/p/3mclv
টিকার অনুমোদনের কিছুক্ষণের মধ্যেই এটিকে ‘চিকিৎসায় বিস্ময়' উল্লেখ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, টিকাটি ‘খুবই নিরাপদ'৷ Impfung Pfizer/BioNTech
টিকার অনুমোদনের কিছুক্ষণের মধ্যেই এটিকে ‘চিকিৎসায় বিস্ময়' উল্লেখ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, টিকাটি ‘খুবই নিরাপদ'৷ছবি: Victoria Jones/REUTERS

এফডিএ'র প্রধান বিজ্ঞানী ডেনিস হিনটন ফাইজারের নির্বাহীকে লেখা এক চিঠিতে বলেছেন, ‘‘কোভিড-১৯ মোকাবেলায় ফাইজার-বায়োনটেকের টিকাকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিচ্ছি৷''

স্বাস্থ্যকর্মী এবং নার্সিং হোমে বাস করা বয়স্ক নাগরিকরাই টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার কথা৷ মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসি কারা কখন টিকা পাবেন, তা ঠিক করবে

টিকার অনুমোদনের কিছুক্ষণের মধ্যেই এটিকে ‘চিকিৎসায় বিস্ময়' উল্লেখ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, টিকাটি ‘খুবই নিরাপদ'৷ টুইটারে প্রকাশ করা এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘‘আমরা এটা নিশ্চিত করেছি যে টিকাটি সব অ্যামেরিকানের জন্য বিনামূল্যে সরবরাহ করা হবে৷ আমরা এরই মধ্যে সবকয়টি রাজ্যে টিকা সরবরাহ শুরু করেছি৷ ২৪ ঘণ্টার মধ্যে প্রথম টিকাটি দেয়া হবে৷

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার এবিসি নিউজকে জানিয়েছেন, অনুমোদনের আগে থেকেই বিতরণ নিয়ে ফাইজারের সঙ্গে আলোচনা করে আসছে ট্রাম্প প্রশাসন৷ তিনি বলেন, ‘‘আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবারই আমরা মানুষকে টিকা দেয়া শুরু করতে পারবো৷''

এ সপ্তাহের শুরুতেই আজার বলেছিলেন এ মাসের মধ্যেই তারা দুই কোটি মানুষকে টিকা দেয়ার আশা করছেন৷ এরই মধ্যে ১০ কোটি ডোজ সরবরাহ করার জন্য ফাইজারের সঙ্গে চুক্তি করেছে দেশটি৷ মার্চের মধ্যেই সব ডোজ পাওয়ার সম্ভাবনা রয়েছে৷

এডিকে/জেডএ (এপি, ডিপিএ, এএফপি, রয়টার্স)