যেখানে বেটোফেন কুকুর আর মাইকেলেঞ্জেলো ভাইরাস
১৮ আগস্ট ২০১০ভাল না লাগলেও এটা শুনতে হচ্ছে অ্যামেরিকার কলেজের পরীক্ষকদের, খাতা কাটতে গিয়ে৷ ২০১৪ সালে যে সব মার্কিন তরুণ স্নাতক ডিগ্রি পাবে, তাদের জ্ঞানের এই হাল৷
সুরস্রষ্টা বেটোফেনের যেখানে এই অবস্থা, সেখানে চিত্রশিল্পী মাইকেলেঞ্জেলোর কী দশা হতে পারে, তা অনুমান করা কঠিন কিছু নয়৷ ইতালির এই চিত্রকরের শিল্পকর্মের সঙ্গে পরিচিত না হলেও নামটি অন্তত চেনা চেনা ঠেকেছে অ্যামেরিকান তরুণদের কাছে৷ তাই অনেকে উত্তর দিয়েছে, ইহা একটি কম্পিউটার ভাইরাসের নাম৷ এই হল হালের মার্কিন শিক্ষার্থীদের দশা৷
উদ্বেগজনক এই চিত্রের দেখা মেলেছে সম্প্রতি – উইসকনসিনের বেলোইট কলেজের অধ্যাপক টম ম্যাকব্রাইড ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রন নেইফ-এর তৈরি করা একটি প্রতিবেদন প্রকাশের পর৷ কলেজ পাড়ি দিয়ে যে সব তরুণরা বিশ্ববিদ্যালয়ে ঢুকবে, তাদের সম্পর্কে একটি ধারণা দেওয়াই এই প্রতিবেদনের লক্ষ্য৷ আর তাঁরা যে কোনো সুখবর শোনাতে পারছেন না, তা এখন স্পষ্ট৷
চেকোস্লোভাকিয়া ভেঙে দুটি দেশ হয়েছে সত্যি, তবে এক সময় যে একটি দেশই ছিল, তা অনেক মার্কিন তরুণেরই অজানা৷ আর ইরান-ইরাক যে কখনো যুদ্ধে জড়িয়েছিল, তা তাদের মাথায়ই নেই৷ তাদের চোখে জার্মানি সব সময় একটি দেশই ছিল৷ বর্তমান পোপের বাইরে তারা শুধু সাবেক পোপ দ্বিতীয় জন পলের কথাই জানে৷ বসনিয়া-হ্যারৎসোগোভিনার রাজধানী সারাইয়েভো তাদের কাছে একটি যুদ্ধক্ষেত্রের নাম৷ সেখানে যে একবার শীতকালীন অলিম্পিকের আসর বসেছিল, তা তাদের কাছে অজানা অধ্যায়৷ সলিডারিটি শব্দটি ব্যবহারের সময় কেন মাঝে মাঝে শুরুতে বড় হাতের ‘এস' বসে, তা নিয়ে বিভ্রান্ত এই তরুণরা৷ তাদের জানা নেই, সোভিয়েত ইউনিয়নসহ সাবেক কমিউনিস্ট দেশগুলোর সংযুক্ত ট্রেড ইউনিয়নের নাম ছিল ‘সলিডারিটি'৷ ও' হেনরির লেখার পর থেকে ‘বানানা রিপাবলিক' বলতে রাষ্ট্রবিজ্ঞানে বোঝানো হয় সেই দেশটি, যেটি রাজনৈতিকভাবে অস্থির৷ কিন্তু এখন বানানা রিপাবলিক বলতে কেউ যদি বোঝে কলাপ্রধান দেশ, তাহলে কেমন লাগবে শুনতে?
এ তো গেল রাজনীতির কথা৷ খেলার কথায় যদি আসি, তাহলেও অবস্থাটা খুব বেশি বদলাচ্ছে না৷ জন ম্যাকেনরো কিংবদন্তি টেনিস তারকা হতে পারেন, কিন্তু হালের মার্কিন তরুণদের কাছে তাঁর পরিচিতি হলো, চমৎকার একজন টিভি তারকা৷ ব্যাপারটি আসলেই চমৎকার৷ নিজের দেশেই ম্যাকনরোর এই অবস্থা৷
বিনোদন জগতের দিকে যদি তাকাই, তাহলে দেখি মার্কিন তরুণরা এই জগতে টেনে এনেছে ডাচেস অফ ইয়র্ক ফার্গিকে৷ মার্কিন পপতারকা ফার্গি যে আলাদা কেউ, তা নিয়ে মাথা ঘামানোর সময় তাদের নেই৷ তেমনি ‘ডার্টি হ্যারি'র চরিত্রে রূপায়ণ করে ক্লিন্ট ইস্টউড যে খ্যাতি কুড়িয়েছিন, তা হারিয়ে গেছে তাঁর চলচ্চিত্র নির্মাতা পরিচয়ের আড়ালে, অন্তত মার্কিন তরুণদের কাছে৷
প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন