রাশিয়ার মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের প্রকাশনা সংস্থা
ইউক্রেনের খারকিভে মস্কোর মিসাইল হামলায় অনেক স্থাপনার মতো ধসে পড়েছে দেশটির অন্যতম বড় একটি প্রিন্টিং প্রেস৷ প্রেসটির কোটি কোটি টাকার মুদ্রণযন্ত্রের পাশাপাশি ধ্বংস হয়েছে কমপক্ষে ৫০ হাজার বই৷
পোড়া গন্ধ
নিজের প্রিন্টিং প্রেস যখন দেখতে এলেন সের্গি পলিটুকিই, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে মুদ্রণযন্ত্রগুলো৷ চারপাশে ছাই হয়ে উড়ছে হাজারো বইয়ের পাতা৷ ফিরে এসে ৭০ বছর বয়সী সের্গেই বলছিলেন, এই পোড়া গন্ধ, এই দৃশ্য ভুলতে পারছি না৷
এখনো রক্তের দাগ
গত ২৩ মে রাশিয়ার মিসাইল হামলায় এই প্রেসের সাতজন কর্মী মারা গেছেন৷ আহত হয়েছেন আরো ১৬ জন৷ পাঁচদিন পর সের্গেই যখন পোড়া প্রেসটি ঘুরে দেখছিলেন তখনও তিনি সেখানে রক্তের দাগ মুছে যায়নি৷
অন্যতম বড়
চার হাজার বর্গমিটারের এই পাবলিশিং হাউসটির মালিক ইউক্রেনের ফ্যাক্টর গ্রুপ অফ কোম্পানিজ৷ তাদের ভিভাট পাবলিশিং হাউস ইউক্রেনের তৃতীয় বৃহত্তম প্রিন্টিং হাউস৷ তারা পাঠ্যবই মুদ্রণ করে৷
ইউক্রেনীয়দের মনে আঘাত
পাবলিশিং হাউসে হামলা ইউক্রেনীয়দের মনে আঘাত করেছে বলে স্থানীয় পত্র-পত্রিকার খবরে বলা হয়েছে৷ দেশটির বিদ্যার কেন্দ্র হিসেবে পরিচিত খারকিভে ইউক্রেনের ৮০ ভাগ বই প্রকাশিত হয়৷ তার ৪০ ভাগ আসে ফ্যাক্টরের প্রেসগুলো থেকে৷
খারকিভে হামলা
খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর৷ এখনো থেকে থেকে সেখানে হামলা করছে রাশিয়া৷