1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোনাল্ডোকে নিয়ে যা বললেন পর্তুগালের কোচ

৭ ডিসেম্বর ২০২২

সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচে রোনাল্ডোকে প্রথম থেকে নামাননি কোচ ফেরনান্দো সান্তোস। এনিয়ে ম্যাচের পর কী বললেন তিনি।

https://p.dw.com/p/4Ka2J
ছবি: Tom Weller/dpa/picture alliance

সান্তোস জানিয়েছেন, রোনাল্ডোকে প্রথম থেকে না খেলানোর সিদ্ধান্ত ছিল কৌশলগত। আর কোনো কারণ নেই সিআর সেভেনকে বসানোর।

২০০৬ সালের পর দেশের হয়ে এই প্রথমবার কোনো ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে থাকলেন তিনি। তাকে বসানোর সাহস দেখিয়েছেন সান্তোস। তার সেই বাজি খেটে গিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে ম্যাচে রোনাল্ডোর হাবভাব মেনে নিতে পারেননি কোচ। কিন্তু সুইজারল্যান্ডেরম্যাচের পর সান্তোস বলেছেন, যা হয়েছে, তা অতীত। ক্লোজড চ্যাপ্টার। রোনাল্ডো বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার। তিনি পেশাদারত্ব নিয়ে খেলেন। তিনি আমাদের অধিনায়ক। কিন্তু আমাকে টিমের সকলকে নিয়ে ভাবতে হয়।

রোনাল্ডোর জায়গায় রামোসকে নামিয়েছিলেন সান্তোস।
রোনাল্ডোর জায়গায় রামোসকে নামিয়েছিলেন সান্তোস। ছবি: Justin Setterfield/Getty Images

কোচ হিসাবে এটাই কি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত? প্রশ্ন শুনেই সান্তোসের জবাব, আমার সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ওর বয়স যখন ১৯, সেই সময় থেকে ওকে আমি চিনি। তারপর তো জাতীয় দলে আমরা দীর্ঘদিন একসঙ্গে আছি। তার দাবি, রোনাল্ডো এবং আমি কখনোই আমাদের পেশাদার পরিচয়ের সঙ্গে ব্যক্তিগত পরিচয়কে গুলিয়ে ফেলি না। আমাদের টিমে রোনাল্ডো খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার।

রোনাল্ডো কী করলেন?

পর্তুগালের ফুটবল টিম মাঠে নামছে, আর রোনাল্ডো রিজার্ভ বেঞ্চের দিকে যাচ্ছেন, এই ঘটনা ২০০৬-এর পর দেখা যায়নি। রোনাল্ডো রিজার্ভ বেঞ্চে বসে বসে দেখলেন দল একের পর এক গোল করছে। রামোসের প্রথম গোল নির্বিকারভাবে গালে হাত দিয়ে দেখলেন তিনি। পেপের গোলের পর তিনি কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে তাদের অভিবাদন জানালেন।

রামোসের বাকি দুই গোলের সময় হাততালি দিলেন তিনি। তারপর ৭৩ মিনিটে মাঠে নামলেন রোনাল্ডো। মুখে হাসি। তাকে অধিনায়কের আর্মব্যান্ড দিলেন পেপে। অফসাইডে গোল দিলেন। ফ্রিকিক বিপক্ষের প্লেয়ারদের গায়ে মারলেন। গোলের মুখ খুলতে পারলেন না।

জিএইচ/এসজি (এএফপি)