লিবিয়া ফেরতদের সহায়তায় বিশ্বব্যাংকের ঋণ নিচ্ছে বাংলাদেশ
৩১ মে ২০১১সমকাল বলছে এর ফলে আগামী সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে৷ তবে সুপ্রিম কোর্ট আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাখার কথা বললেও কমিটি তা গ্রহণ করেনি৷ এ ব্যাপারে কমিটির অন্যতম সদস্য শেখ সেলিম বলেন, সেটা ছিল আদালতের একটা অভিমত মাত্র, কোনো রায় নয়৷ এদিকে কালের কন্ঠ বলছে, বিএনপি যদি এই ব্যবস্থা রাখতে চায় তাহলে তাদেরকেই সেই প্রস্তাব দিতে হবে বলে মনে করে কমিটি৷ আজ মঙ্গলবার আলোচনা করে বিএনপি এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে কালের কন্ঠ৷
বিশ্ব তামাকমুক্ত দিবস
প্রথম আলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, বাংলাদেশে একজন পুরুষ ধূমপায়ী জামাকাপড় ও স্বাস্থ্য এবং শিক্ষা খাতে মাথাপিছু যে খরচ করে, তার দ্বিগুণেরও বেশি খরচ করে ধূমপানের পেছনে৷ এছাড়া বাংলাদেশে সবচেয়ে দরিদ্র শ্রেণীর মধ্যে ধূমপায়ীর হার বেশি৷ একেকটি পরিবার গড়ে পারিবারিক খরচের ২.৮ শতাংশ ধূমপানের জন্য খরচ করে বলেও জানানো হয়েছে ঐ প্রতিবেদনে৷ এই খবরটি ছাড়াও প্রথম আলো আজ বেশ কয়েকটি প্রতিবেদন ছেপেছে এই তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে৷ এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে, তামাক সেবন ও ব্যবসার লাগাম টেনে ধরতে আগের আইন সংশোধন করে কঠোর তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়৷ খসড়াতে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সীদের কাছে সিগারেট কেনাবেচা করা যাবে না৷ এছাড়া ব্যক্তি পর্যায়ে আইনভঙ্গের জরিমানা ৫০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে৷ আর কোম্পানি পর্যায়ে এই জরিমানার হার হবে ১০ লাখ টাকা৷
বিশ্বব্যাংকের ঋণ
লিবিয়া থেকে ফিরে আসাদের সহায়তা করতে বিশ্বব্যাংক থেকে চার কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে বাংলাদেশ৷ এই অর্থ দিয়ে ফিরে আসা প্রায় ৩৫ হাজার শ্রমিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেয়া হবে৷ এছাড়া প্রায় ১০ হাজার শ্রমিককে ফিরিয়ে আনতে আইওএম যে অর্থ ব্যয় করেছে সেটাও মেটানো হবে৷ বিডিনিউজ বলছে আগামী ৪০ বছর ধরে এই ঋণ পরিশোধ করতে হবে৷
গ্রন্থনা: জাহিদুল হক
সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস