লিবিয়ায় পশ্চিমা অভিযান দ্বিতীয় মাসে গড়ালো
২০ এপ্রিল ২০১১এদিকে অবরুদ্ধ নগরী মিসরাতার বিদ্রোহীরা মানবিক কারণ দেখিয়ে ব্রিটেন ও ফ্রান্সকে সৈন্য পাঠানোর আহ্বান জানিয়েছে৷ আর তাতে সাড়া দিয়ে দেশ দুটি ১০ জন করে সামরিক কর্মকর্তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি৷
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, বিদ্রোহীদের সাংগঠনিক কাঠামো সঠিকভাবে গড়ে তুলতে পরামর্শ দেবেন ব্রিটিশ কর্মকর্তারা৷ তবে বিদ্রোহীদের প্রশিক্ষণ দেয়া, অস্ত্র সরবরাহ বা গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাতে বিদ্রোহীদের পরামর্শ দেয়ার মতো কোনো কাজ ব্রিটিশ কর্মকর্তারা করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী৷
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আতি আল-ওবায়দি ব্রিটেনের এই সিদ্ধান্ত লিবিয়ায় শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়াকে ব্যাহত করবে৷ বিবিসিকে তিনি বলেছেন, এটা সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী করবে৷
এদিকে গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলামের বিশ্বাস বিদ্রোহীদের চেষ্টা ব্যর্থ হবে৷ আললিবিয়া টেলিভিশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমাদের জেতার ব্যাপারে আমি খুব আত্মবিশ্বাসী৷'' তিনি বলেন, ‘‘পরিস্থিতি দিনদিন আমাদের অনুকূলে আসছে৷''
এছাড়া যারা তাঁর বাবার বিরুদ্ধে লড়ছে তাদের বিরুদ্ধে কোনো ‘প্রতিশোধ নেয়া হবে না' বলে অঙ্গীকার করেছেন সাইফ৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন