যমজদের আলাদা করার কৌশল
২৭ ফেব্রুয়ারি ২০১৭একই ডিম্বাণু থেকে জন্ম নেওয়া অভিন্ন যমজ ফাবিও ও ইলারিও যে আজ বেঁচে আছে, সেটাই এক আশ্চর্য৷ মাতৃগর্ভে দু'জনের জীবনসংশয় ছিল, কেননা তাদের রক্তবাহী শিরা ও ধমনিগুলি পরস্পরের সঙ্গে যুক্ত ছিল৷ তার ফলে দুই যমজের একজন মাত্রাধিক রক্ত পাচ্ছিল, অপর যমজটি পর্যাপ্ত রক্ত পাচ্ছিল না৷
যমজ সন্তানের জননী লরা বাউয়ার বললেন, ‘‘কী হবে, তা জানতাম না৷ দু'টো বাচ্চাকেই হারাব? একটা বাচ্চাকে হারাতে হবে? কী করা যায়? কী করা হবে?''
লরার সমগ্র আশা প্রিন্যাটাল বা প্রাক-জন্ম পর্যায়ের শিশুরোগ বিশেষজ্ঞ কুর্ট হেশার-এর ওপর৷ গোটা ইউরোপে হাতে গোনা যে কয়েকজন বিশেষজ্ঞ যমজদের ট্রান্সফিউজন সিনড্রোম নামের এই রোগে সাহায্য করতে পারেন, হেশার তাদের মধ্যে একজন৷ জরায়ুতে একটি জটিল লেজার অপারেশন ছাড়া এই যমজদের বাঁচানোর কোনো উপায় নেই৷
প্রাক-জন্ম শিশুরোগ বিশেষজ্ঞ কুর্ট হেশার জানালেন, ‘‘যে শিশুটি পর্যাপ্ত পরিমাণ পুষ্টি ও শক্তি পাচ্ছে না, তার জরায়ুতেই মৃত্যু হতে পারে৷ যে শিশুটি অত্যধিক রক্ত পাচ্ছে, সে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে৷ অপারেশন না করলে অধিকাংশ ক্ষেত্রে দু'টি শিশুই মারা যায়৷''
অপারেশন
যে সব শিরা ও ধমনিগুলি পরস্পরের সঙ্গে মিশে গেছে, লেজার দিয়ে সেগুলিকে আলাদা করা হয়৷ অপারেশনের সময় মায়ের পুরো জ্ঞান থাকে৷
অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে হাইপোডার্মিক সুই ঢোকানো হলো যা-তে লেজার ও এন্ডোস্কোপিক ক্যামেরা লাগানো আছে৷ অজাত শিশুদের জীবন্ত ছবি!
যমজ সন্তানের জননী লরা বাউয়ার বললেন, ‘‘আমি ওদের হাতগুলো দেখেছি, কি পাতলা চামড়া! ছোট ছোট লোম....আমার বাচ্চাদের এভাবে দেখাটা অকল্পনীয়৷''
ক্যামেরার ছবি থেকে অপারেটর জোড়া লাগা শিরা ও ধমনিগুলোর হদিশ পাচ্ছেন ও লেজার রশ্মি দিয়ে সেগুলোকে ছিন্ন করে রক্তপ্রবাহ বন্ধ করছেন৷
ড. কুর্ট হেশার বললেন, ‘‘সুচ দিয়ে জরায়ুর মধ্যে ঢোকানোর ফলে গর্ভপাত হবার আশঙ্কা থাকে৷ আবার অপারেশনের পরেও শিশুরা মারা যেতে পারে, কেননা তারা এই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না৷''
তবে শিশুদের গায়ে লেজার ব্লাস্ট লাগলে চলবে না৷ কয়েক মিনিটের মধ্যেই জোড়া লাগা শিরা ও ধমনিগুলি বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে৷
ফাবিও ও ইলারিও অপারেশন থেকে সুস্থভাবেই বেরিয়ে আসতে পেরেছে, তারা জন্ম নিয়েছে৷ তাদের জন্মের আগের নাটকীয় মুহূর্তগুলি এখন শুধু স্মৃতির কোঠায়৷