1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেবাননের পৌর দপ্তরে ইসরায়েলি হামলা, মেয়রসহ নিহত ১৬

১৭ অক্টোবর ২০২৪

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরের পৌর মেয়রের সদর দপ্তরে ইসরায়েলের বিমান হামলায় শহরের মেয়র আহমেদ কাহলিলসহ ১৬ জন নিহত হয়েছেন৷ হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে৷

https://p.dw.com/p/4ltvy
লেবাননের দাহিয়েহ শহর
লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়৷ ফাইল ফটো ছবি: Hussein Malla/AP Photo/picture alliance

সরকারি দপ্তরে এমন হামলাকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ মনে করছে লেবানন৷

নাবাতিয়েহ হলো লেবানের নয়টি প্রশাসনিক প্রদেশের একটি৷ সেই প্রদেশের রাজধানী নাবাতিয়েহ৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবাননে কয়েক সপ্তাহ ধরে চলমান ইসরায়েলি হামলার মধ্যে নাবতিয়েহ শহরে চালানো এই হামলাটি সর্ববৃহৎ৷

হামলার নিন্দা জানিয়ে লেবানন সরকার বলছে, সশস্ত্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা এখন লেবানন রাষ্ট্রের বিরুদ্ধে চালানো হচ্ছে৷ নাবাতিয়েহ শহরের হামলা এর একটি উদাহরণ৷        

দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মাকাতি বলেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাপূর্বক পৌর কর্তৃপক্ষের একটি সভাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ ইসরায়েলের হামলায় শহরের বাস্ত্যুচ্যুতদের  সেবা এবং ত্রাণ প্রদান বিষয়ক একটি সভা করছিল কর্তৃপক্ষ৷ 

তার আগে গত ৩ অক্টোবর নাবাতিয়েহ শহরের লোকজনকে সরিয়ে নেওয়ার কথা লেবাননকে জানিয়েছিল ইসরায়েল৷ সেই সময় মেয়র আহমেদ কাহলিল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি শহর ত্যাগ করবেন না৷

গাজায় সন্ত্রাসীগোষ্ঠী হামাসের সাথে যুদ্ধ শুরুর এক বছর পরলেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল৷ এই সশস্ত্র গোষ্ঠীটি হামাসের সমর্থনে লেবানেন বিভিন্ন এলাকা থেকে  ইসরায়েল সীমান্ত বরাবর হামলা চালিয়ে যাচ্ছিল৷       

ইউরোপিয়ান ইউনিয়নের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার ইয়ানেজ লেনারসিস বলেন, হামাসের সন্ত্রাসী আক্রমণের জবাবে ইসরায়েলের ‘নিষ্ঠুর জবাব' গাজায় মারাত্মক মানবিক সংকট তৈরি করেছে৷

উল্লেখ্য, ৷ হামলায় ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে৷    

আরআর/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য