1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিটি কর্পোরেশন নির্বাচন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ মে ২০১৩

আগামী মাসে বাংলাদেশের চারটি সিটি কর্পোরেশন নির্বাচনকে শক্তি এবং জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা হিসেবে নিয়েছে বিএনপি৷ সরকারি দল আওয়ামী লীগের কাছেও এটা মর্যাদার লড়াই৷ আগামী ১৫ই জুন এই চারটি সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ করা হবে৷

https://p.dw.com/p/18fTF
ছবি: Reuters

রাজশাহী, সিলেট, খুলনা এবং বরিশাল – এই চারটি সিটি কর্পোরেশনেই বিদায়ী মেয়ররা হলেন আওয়ামী লীগের৷ কিন্তু এবার এই চারটি সিটি কর্পোরেশনই নিজেদের কব্জায় নিতে চায় বিএনপি৷ তাই বিএনপি চারটি সিটি কর্পোরেশনেই প্রার্থী দিয়েছে৷ আর শুধু প্রার্থী দেয়াই নয়, যাতে তাদের ১৮ দলীয় জোট একযোগে কাজ করতে পারে সেজন্য যেসব বিদ্রোহী প্রার্থী ছিলেন, তাঁদের প্রার্থীতাও প্রত্যাহার করিয়েছে তারা৷

রাজশাহীতে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র খারুজ্জামান লিটন এবং বিএনপি-র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল৷ সিলেটে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান এবং বিএনপি-র প্রার্থী আরিফুল হক চৌধুরী৷ খুলানায় আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং বিএনপি-র প্রার্থী মনিরুজ্জামান মনি৷ বরিশালে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র শওকত হোসেন হিরণ এবং বিএনপি-র প্রার্থী আহসান হাবিব কামাল৷ প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ শেষ করেছে৷ শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচার প্রচারণা৷

বিএনপি-র চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, স্থানীয় সরকারের এই নির্বাচন দলীয় নয়৷ তাই সরাসরি দলীয়ভাবে প্রার্থী দেয়ার কোনো সুযোগ নেই৷ তবে চারটি সিটি কর্পোরেশনেই বিএনপি-র নেতৃত্বে ১৮ দলের সমর্থিত প্রার্থী রয়েছেন৷ তাঁদের জন্য স্থানীয় পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে৷ তিনি আশা করেন, এবার চারটি সিটি নির্বাচনেই তাদের সমর্থিত প্রার্থী জয়লাভ করবেন৷ ঐ সব এলাকায় সরকারের সমর্থনে যে ধস নেমেছে তার প্রতিফলন ঘটবে এই নির্বাচনে৷ তিনি বলেন, এর আগে চট্টগ্রাম সিটি নির্বাচনসহ বিভিন্ন পৌর নির্বাচনে ৮০ ভাগ এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে৷ আর আগামী জাতীয় নির্বাচন যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয়, তাহলে এই ধারাবাহিকতা বজায় থাকবে৷ ধরাশায়ী হবে আওয়ামী লীগ৷ সে কারণেই তারা তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷

এদিকে, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ডয়চে ভেলেকে জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনসহ আওয়ামী লীগ সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনই স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে৷ তা না হলে অধিকাংশ জায়গায় বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হতেন না৷ সামনের মাসে চারটি সিটি কর্পোরেশন নির্বাচনও স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে৷ তিনি বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব৷ তাই আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই৷ তিনি বলেন চারটি সিটি নির্বাচনে ফলাফল যাই হোক তারা তা মেনে নেবেন৷ তবে স্বাভাবিক কারণেই আওয়ামী লীগ চাইবে ভোটের মাধ্যমে চারটি সিটি কর্পোরেশনে নেতৃত্ব ধরে রাখতে৷

খুলানার সাংবাদিক রকিবউদ্দিন পান্নু ডয়চে ভেলেকে জানান, সিটি নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের নিজ নিজ প্রার্থীর জন্য সর্বশক্তি নিয়ে নেমেছে৷ দলীয় নেতা-কর্মীরা একে জাতীয় নির্বাচনের মতই গুরুত্ব দিচ্ছেন৷ এযেন মর্যাদার লড়াই, জনপ্রিয়তা যাচাইয়ের জাতীয় লড়াই৷ বরিশালেও একই অবস্থা বলে জানান সাংবাদিক মিন্টু বসু৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য