সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ডয়চে ভেলেকে বলেন, ‘‘শত শত মিথ্যা মামলায় তো আদালত শুনানিই করছে না৷ হাইকোর্টে একটা বেঞ্চ করেছে, সেখানে একদিন ৯ হাজার আবেদন নিল৷ পরে একদিন দেড় হাজার আবেদন নিয়েছে৷ কিন্তু এখন পর্যন্ত ৩০০ আবেদনেরও শুনানি হয়নি৷ আদালত বলছে, আরেকটু অপেক্ষা করতে৷ এদিকে আজকেই আমি একটা ঘটনা জানলাম৷’’