ফাইনালের পুনরাবৃত্তি
২৭ জুলাই ২০১৩আর হ্যাঁ, ফাইনালটা হচ্ছে জার্মান সুপারকাপের৷ প্রতি বছর জার্মান ফুটবলের নতুন মরসুম শুরুর আগে, এর আগের মরসুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপের চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হয় সুপারকাপ৷ এবার যেটা হচ্ছে বায়ার্ন আর ডর্টমুন্ডের মধ্যে৷ যদিও বায়ার্ন গতবার বুন্ডেসলিগা আর জার্মান কাপ দুটোই জিতেছে৷ ওদিকে, ডর্টমুন্ড ছিল বুন্ডেসলিগার রানার আপ৷
গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুটো জার্মান ক্লাব ওঠায় জার্মান ফুটবলের প্রতি বিশ্বের সমর্থকদের মাঝে একটা আকর্ষণ তৈরি হয়েছে৷ ফলে ফিফার ১৯৫টি সদস্যরাষ্ট্রে সুপারকাপের ফাইনাল খেলাটি টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন জার্মান ফুটবল লিগের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া রেটিগ৷
এদিকে ডর্টমুন্ডের ডিফেন্ডার মাটস হুমেলস জানিয়েছেন যে, তাঁদের মধ্যে কোনো প্রতিশোধপরায়নতা কাজ করছেনা৷ ‘‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের প্রতিশোধ নিতে হবে, এমনটা ভেবে আমরা উৎসাহিত হবার চেষ্টা করছিনা৷''
তবে বার্য়ানকে হারানোর সুযোগ রয়েছে বলে জানান হুমেলস৷ খেলাটা হবে ডর্টমুন্ডের মাঠে৷
অন্যদিকে, গত মরসুমে ‘ট্রেবল' জিতে রেকর্ড করা বায়ার্ন গত শনিবারই টেলিকম কাপ জিতে ইতিমধ্যে মরসুমের প্রথম শিরোপা জিতে নিয়েছে৷ এরপর আবার বুধবার রাতে নিজেদের মাঠে এক প্রদর্শনী ম্যাচে হারিয়েছে বার্সেলোনাকে৷ সব মিলিয়ে হাওয়ায় ভাসছে বায়ার্ন৷
তারপরও সুপারকাপ জেতার মতো অনুপ্রেরণার কমতি নেই বলে জানিয়েছেন বায়ার্নের স্পোর্টস ডিরেক্টর মাথিয়াস সামার৷
সুতরাং পাঠক, শনিবার রাতে একটা জমজমাট খেলা আশা করতেই পারেন৷
জেডএইচ/ডিজি (ডিপিএ)