1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুশুক মরার কারণ জাল!

৯ জানুয়ারি ২০১৭

বুলগেরিয়ার উপকূলে মাছ ধরার ভাসন্ত জালে জড়িয়ে প্রাণ হারাচ্ছে শত শত ডলফিন, বিশেষত বেবি ডলফিন৷ দৃশ্যত এই ড্রিফ্ট-নেট ফিশিং বন্ধ করার কোনো উদ্দেশ্য বা অভিপ্রায় এই সরকারের নেই৷ এক অসহনীয় পরিস্থিতি৷

https://p.dw.com/p/2VVeT
Schweinswal - Phocoena sinus
ছবি: Getty Images/AFP/H. Guerrero

জারেভোর জেলেদের মতে কৃষ্ণসাগরে শুশুক, মানে ডলফিনদের সংখ্যা বড় বেশি৷ জেলেরা বলে, ডলফিনরা আছে মহাসুখে; প্রত্যেকে রোজ ২০ কিলো করে মাছ খায় – গিয়র্গি যা নিজে ধরতে পারলে খুশি হতেন৷ এ-বছর বুলগেরিয়ার উপকূলে যে শত শত মরা ডলফিন ভেসে উঠেছে, তা নিয়ে মাথাব্যথা নেই গিয়র্গির৷ ওদিক পরিবেশবাদীরা শুশুকের মৃত্যুর জন্য ব্যাপক ড্রিফ্ট-নেট ফিশিংকে দায়ী করছেন৷

‘সেভ কোরাল বিচ' পরিবেশ গোষ্ঠীর আতানাস রুসেভ বললেন, ‘‘ওটা একটা বিরাট ব্যবসা৷ তিন কিলোমিটার লম্বা একটা ভাসন্ত জাল দিয়ে ৮০০ কিলোগ্রাম টার্বট মাছ ধরা যায়৷ একশ' কিলোমিটার লম্বা জাল থাকলে দুই থেকে চার টন মাছ ওঠে৷ তুরস্কের বাজারে এক কিলো মাছের দর ওঠে ৪০ ইউরো অবধি৷ কাজেই কয়েকদিনের মধ্যেই লাখ পাঁচেক ইউরো রোজগার করা যায়৷ ঢেউয়ের সাথে যে সব মরা বাচ্চা শুশুকগুলো ভেসে ওঠে, সেগুলোকে স্রেফ জাল থেকে বার করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে৷''

পরিবেশবাদীরা ব্যাপারটা সরকারের কানে তুলেছেন; সরকারও ভাসন্ত জাল নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন৷ কিন্তু এ পর্যন্ত কিছুই করা হয়নি৷ বুলগেরিয়ার পরিবেশ ও পানি মন্ত্রণালয়ের মিরোস্লাভ কালুগেরোভ বলেছেন, ‘‘আপাতত আমি শুশুক মৃত্যুর কোনো বিশেষ কারণ দর্শাতে চাই না, কেননা আমরা এ নিয়ে গবেষণা বা ময়নাতদন্ত করিনি৷ দুর্ভাগ্যবশত আমরা এখনও ময়নাতদন্ত করার মতো কোনো শুশুকের লাশ খুঁজে পাইনি৷''

শুশুকের জীবন-মরণ

রোমানিয়ার জীববিজ্ঞানী রাজভান পপেস্কু নিজের উদ্যোগে বুলগেরিয়ায় এসেছেন পরিবেশবাদীদের সাহায্য করতে৷ তিনি একটি শুশুকের লাশ কেটে মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন৷ বুলগেরিয়ায় এ কাজের জন্য কোনো বিশেষজ্ঞ কিংবা স্পেশাল ল্যাবরেটরি নেই, কাজেই তাঁকে ব্যবস্থা করে নিতে হবে৷ তিনি বলেন, ‘‘শুশুকদের অধিকাংশই স্ট্রেসের মধ্যে রয়েছে, কেননা তারা যথেষ্ট খাবার খুঁজে পাচ্ছে না, জেলেদের জালে জড়িয়ে পড়ছে৷ যে সব পুরনো জাল কেটে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিংবা টার্বট ধরার জাল৷ এছাড়া আছে বেআইনি মাছ ধরা৷ কর্তৃপক্ষের তা বন্ধ করার জন্য আরো সচেষ্ট হওয়া দরকার৷''

জেলেদের আইনি বা বেআইনি জালে বহু শুশুক প্রাণ হারায়৷ যে সব ড্রিফ্ট-নেট কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেগুলো হয়ে দাঁড়ায় গোস্ট নেট বা ভুতুড়ে জাল – ঠিক জলের তলায় ভেসে থাকে, যা শুশুকদের পক্ষে বিশেষভাবে বিপজ্জনক৷ কৃষ্ণসাগরে প্রায় এক হাজার কিলোমিটার ভুতুড়ে জাল ঘুরে বেড়াচ্ছে বলে অনুমান করা হয়৷ জেলেরা কিন্তু কোনোরকম দায় নিতে রাজি নন৷ ধীবর গিয়র্গি পাইশেভ বলেন, ‘‘আমার মতে জেলেরা কৃষ্ণসাগরের ডলফিনদের সবচেয়ে বড় সমস্যা নয়৷ অন্তত তিন-তিনটি কর্তৃপক্ষ মাছ ধরার তদারকি করেন: সামুদ্রিক প্রশাসন, সীমান্তরক্ষী ও ফিশারিজ অথরিটি৷ সাগরে যা কিছু ঘটছে, সব তারা মনিটরে দেখতে পান৷''

কেউ ব্যগ্র নন

আজ ফিশারি কর্তৃপক্ষের মনিটরে কোনো বেআইনি মৎস্যশিকারীকে দেখা যাচ্ছে না৷ তার কারণ: বেআইনি মৎসশিকারীরা তাদের জাল ফেলে উপকূল থেকে ৪০ কি ৫০ সামুদ্রিক মাইল দূরে – যেখানে সরকারের ছোট, ধীরগতির, সমুদ্রযাত্রার অনুপযোগী বোটগুলো পৌঁছাতে পারে না৷ কিন্তু সরকারও যে বেআইনি মাছধরা বন্ধ করতে খুব ব্যগ্র, এমন মনে হয় না৷ মাত্র কয়েকজন পোচার মাঝেমধ্যে ধরা পড়ে৷ বুলগেরিয়ান ফিশারিজ অথরিটির ডব্রিন লেচেভ বলেন, ‘‘গতবছর আমরা সরকারি কৌঁসুলির হাতে চারটি মামলা তুলে দিয়েছি৷ কিছু কিছু মামলা এখনও চলেছে....আমরা যা দেখি, তার সব কিছু রিপোর্ট করি আর পোচিং পুরোপুরি থামানোর আশা করি৷''

বুলগেরিয়ায় এ যাবৎ একজন পোচারকেও জেলে পাঠানো হয়নি৷ পরিবেশবাদীরা ড্রিফ্ট-নেট ফিশিং নিষিদ্ধ করার ডাক দিয়েছেন৷ সেটাই যে শুশুক মৃত্যুর মূল কারণ, সে বিষয়ে তাঁদের বিন্দুমাত্র সন্দেহ নেই৷ ‘সেভ কোরাল বিচ' পরিবেশ গোষ্ঠীর আতানাস রুসেভ বলেন, ‘‘এ বছর যে সব শুশুকের লাশ পরীক্ষা করে দেখা হয়েছে, দেখা গেছে, তারা জলে ডুবে মরেছে৷ সেটা শুধু ঘটতে পারে যদি তারা জেলেদের বেআইনি জালে আটকা পড়ে আর বেরোতে না পারে৷''

পরিবেশবাদীরা চারশ'র বেশি মরা শুশুক নথিবদ্ধ করেছেন: বেপরোয়া মাছধরার শিকার ডলফিনরা বুলগেরিয়ার সৈকতে ভেসে উঠেছে৷

পাউল টুটসেক/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান