1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার কেলেঙ্কারির তদন্ত এসইসি'কেই করতে হবে: ড. মীর্জা আজিজুল ইসলাম

২৩ এপ্রিল ২০১১

শেয়ার কেলেঙ্কারির অধিকতর তদন্ত সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি'কেই করতে হবে৷ আর মামলা করার আইনগত অধিকারও এসইসি'র৷

https://p.dw.com/p/112k0
শেয়ার বাজার কেলেঙ্কারির তদন্তের জন্য চাপ বাড়ছেছবি: DW

মামলা দায়েরের পর আদালত চাইলে পুলিশের কোন বিভাগকে দিয়ে তদন্ত করাতে পারে৷ এই অভিমত দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. মীর্জা আজিজুল ইসলাম৷ তিনি বলেছেন এই প্রক্রিয়াগুলো এখন দ্রুত শুরু করা উচিত৷

ড. মীর্জা আজিজুল ইসলাম এসইসি'র সাবেক চেয়ারম্যানও৷ তিনি ডয়চে ভেলেকে জানান তদন্ত রিপোর্টেও বলা হয়েছে যারা শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত তারা প্রচলিত আইনের মধ্যে থেকেই সব কিছু করেছেন৷ তাই প্রচলিত আইনে তাদের ধরা কঠিন হবে৷ এজন্য প্রয়োজন নিবিড় তদন্তের মাধ্যমে বের করা যে তারা সিকিউরিটি আইনের কোন ধারা লঙ্ঘন করছেন৷

আর এই নিবিড় তদন্ত করতে হবে এসইসিকে৷ কারণ আইন অনুযায়ী মামলা করার দায়িত্ব এসইসি'র৷ আদালতে এসইসি প্রসিকউটর হিসেবে মামলা দায়ের করবে৷

ড. মীর্জা আজিজুল ইসলাম বলেন, এসইসি'র মামলার আগে পুলিশ বা কোন গোয়েন্দা সংস্থার এ বিষয়ে তদন্ত করার সুযোগ নেই৷ মামলা দায়েরের পর আদালত চাইলে পুলিশ বা অন্য কোন তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে৷

তিনি বলেন, শেয়ার বাজারের অপরাধীদের শাস্তি দেয়া একটি দীর্ঘকালীন প্রক্রিয়া৷ তবে সরকারের উচিৎ যত দ্রুত সম্ভব সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা৷ এতে বিনিয়োগকারীরা শেয়ার বাজারের ওপর আস্থা ফিরে পাবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী