সই হতে চলেছে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি
২১ নভেম্বর ২০১১দ্বাদশ ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রসচিব স্তরের দুদিনের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেন দ্ব্যর্থহীনভাবে বলেন, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ হাসিনা সরকার বরদাস্ত করবে না৷ এক্ষেত্রে সরকারের নীতি জিরো-টলারেন্স৷ উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আরো বাড়াতে নতুন নতুন ক্ষেত্রে তা প্রসারিত করা হবে৷
১৯৯৭ সাল থেকে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত আসামের আলফা জঙ্গি অনুপ চেটিয়ার প্রত্যর্পণ নিয়ে কিছুটা আইনি জটিলতা রয়ে গেছে৷ যেহেতু বিষয়টি আদালতের এক্তিয়ারে তাই এবিষয়ে সরকারের কিছু করার নেই৷ তবে শিগগিরই এর সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়৷
এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম এবং পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই-এর সঙ্গে৷ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর ঢাকা সফরের সময়ে দুদেশের মধ্যে সীমান্ত বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলি যাতে দ্রুত কার্যকর হয় সে বিষয়েও কথা হয়৷
উল্লেখ্য, অনুপ চেটিয়ার বিরুদ্ধে রয়েছে খুন, অপহরণ, জোর করে অর্থ আদায় ইত্যাদি বহু অভিযোগ৷ বর্তমানে তিনি বাংলাদেশে জেলবন্দি বলে ধরা হয়ে থাকে৷
ভারতের স্বরাষ্ট্র সচিব আর.কে সিং বলেন, অনুপ চেটিয়ার বিষয়ে আলোচনা হয়েছে৷ পারস্পরিক সহযোগিতায় উভয়পক্ষ সন্তুষ্ট৷ বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠতম প্রতিবেশী বন্ধুদেশ৷ হাসিনা সরকার আসার পর তা আরো নিবিড় হয়েছে৷ এই গতি অব্যাহত থাকবে, বলেন ভারতের স্বরাষ্ট্রসচিব৷
জানা গেছে বৈঠকে ছিটমহল হস্তান্তর প্রক্রিয়াটি ওঠে৷ দুটি বড় ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতার সমাধান হলেও বাকি ছিটমহলগুলির প্রক্রিয়া কীভাবে ত্বরান্বিত করা যায় সেবিষয়ে আলোচনা হয়৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক