‘সন্ত্রাসীদের সাথে ছবি তুলি না'
১৩ মার্চ ২০১৯ডাকসু নির্বাচনে পরাজয়ের পর মঙ্গলবার বিকালে ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র, টিএসসিতে যান ছাত্রলীগের রেজওয়ানুল হক শোভন৷ এ সময় নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে তিনি অভিনন্দন জানান৷ সেখানে তাঁর সাথে দেখা হয় স্বতন্ত্র জোটের পরাজিত ভিপি প্রার্থী অরণি সেমন্তি খানের৷ ভিডিওটি সেই মুহূর্তের৷ সেমন্তি খানের সাথে থাকা এক ছাত্রী শোভনকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনি যে লেডি মাস্তানদের নিয়ে ঘোরেন, তারা যে আমাদের মারে, তাহলে থাকব কী করে বলেন৷''
জবাবে শোভন বলেন, ‘‘কই?'' ছাত্রীরা জানান, সবই ভিডিও করা আছে৷ এরপর অরণির সাথে হাত মিলিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নেন শোভন৷ এসময় তাঁর সঙ্গীদের একজন অরণি ও শোভনের ছবি তুলতে চায়৷ জবাবে অরণি বলেন, ‘‘কালকে রোকেয়া হলে এই লোক নিজে বলছে (এভিডেন্স আছে) মার ধর, এর সঙ্গে ছবি তুলব না৷'' বিব্রত শোভন এসময় বিদায় নেন৷ অরণি আরও বলেন, ‘‘এত রুচির অবস্থা খারাপ হয়নি৷ সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলি না৷'' এসময় অন্যরা হাততালি দিয়ে তাঁকে সমর্থন জানান৷ মঙ্গলবারই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন ডাকসু নির্বাচনের স্বতন্ত্র জোটের এক সদস্য প্রার্থী৷ ১৯ ঘণ্টার মধ্যে সেটি সোয়া চার লাখবার দেখা হয়েছে৷
এফএস/জেডএইচ