1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সন্ত্রাসীদের সাথে ছবি তুলি না'

১৩ মার্চ ২০১৯

ডাকসু নির্বাচনের পরের দিন টিএসসিতে দুই পরাজিত ভিপি প্রার্থী ছাত্রলীগের রেজওয়ানুল হক শোভন এবং স্বতন্ত্র প্যানেলের অরণি সেমন্তি খানের দেখা হয়৷ তাঁদের দুজনের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে৷

https://p.dw.com/p/3EvUU
Bangladesch Wahl der DUCSU (Central Students' Union) der Universität Dhaka
ছবি: bdnews24/A. Al Momin

ডাকসু নির্বাচনে পরাজয়ের পর মঙ্গলবার বিকালে ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র, টিএসসিতে যান ছাত্রলীগের রেজওয়ানুল হক শোভন৷ এ সময় নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে তিনি অভিনন্দন জানান৷ সেখানে তাঁর সাথে দেখা হয় স্বতন্ত্র জোটের পরাজিত ভিপি প্রার্থী অরণি সেমন্তি খানের৷ ভিডিওটি সেই মুহূর্তের৷ সেমন্তি খানের সাথে থাকা এক ছাত্রী শোভনকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনি যে লেডি মাস্তানদের নিয়ে ঘোরেন, তারা যে আমাদের মারে, তাহলে থাকব কী করে বলেন৷''

জবাবে শোভন বলেন, ‘‘কই?'' ছাত্রীরা জানান, সবই ভিডিও করা আছে৷ এরপর অরণির সাথে হাত মিলিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নেন শোভন৷ এসময় তাঁর সঙ্গীদের একজন অরণি ও শোভনের ছবি তুলতে চায়৷ জবাবে অরণি বলেন, ‘‘কালকে রোকেয়া হলে এই লোক নিজে বলছে (এভিডেন্স আছে) মার ধর, এর সঙ্গে ছবি তুলব না৷'' বিব্রত শোভন এসময় বিদায় নেন৷ অরণি আরও বলেন, ‘‘এত রুচির অবস্থা খারাপ হয়নি৷ সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলি না৷'' এসময় অন্যরা হাততালি দিয়ে তাঁকে সমর্থন জানান৷ মঙ্গলবারই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন   ডাকসু নির্বাচনের  স্বতন্ত্র জোটের এক সদস্য প্রার্থী৷ ১৯ ঘণ্টার মধ্যে সেটি সোয়া চার লাখবার দেখা হয়েছে৷

এফএস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য