1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাস বিরোধী কমিটি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ মার্চ ২০১৩

দেশের ২১ জেলায় তাণ্ডব, সহিংসতা, হামলা আর নাশকতার পর জেগে উঠছে মানুষ৷ তারা নিজেদের নিরাপত্তায় নিজেরাই মাঠে নামছেন৷ সরকারের পক্ষ থেকেও শুরু হয়েছে সন্ত্রাস এবং নাশকতা প্রতিরোধ কমিটি গঠনের কাজ৷

https://p.dw.com/p/17uIm
ছবি: Reuters

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পরাণ গ্রাম৷ এই গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশের পর৷ হামলার পর সুরজিৎ কুমার প্রামাণিকের বাড়ি ঘর পুড়িয়ে দেয়া হয়েছে৷ লুট করা হয়েছে মূল্যবান জিনিসপত্র৷ প্রথম দফা হামলার সময় পুলিশের কোনো সহায়তা পাওয়া যায়নি৷ এরপর ওই গ্রামের ৪০টি সংখ্যালঘু পরিবাকে আবারো হামলার হুমকি দেয়া হয়৷ পুলিশ তখন নিরাপত্তা না দিয়ে তাদের সাবধানে থাকার পরামর্শ দেয়৷ কাউকে কাউকে বাড়িতে না থাকারও পরামর্শ দেয়৷ কিন্তু তারা নিজেদের ভিটেমাটি ছেড়ে কোথাও যাননি৷ বরং নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিয়েছেন৷ সুরজিৎ কুমার প্রামাণিক জানান, এলাকাবাসী মিলে রাতে গ্রামে পাহারার ব্যবস্থা করেছেন৷ আর এই পাহারায় সব সম্প্রদায়ের তরুণরা অংশ নিচ্ছেন৷ তারা রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত পালাক্রমে পাহারা দেন৷

Bangladesch Proteste Jamaat-e-Islami
এভাবে আর কতদিন?ছবি: Reuters

জাগরণ সবখানে

মানুষের এই জেগে ওঠা শুধু গাইবান্ধায় নয়৷ বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, নাটোর সবখানে৷ চাঁপাইনবাবগঞ্জের কানসাটে, ‘কানসাট আন্দোলনের' নেতা গোলাম রাব্বানী রীতিমত প্রতিরোধ গড়ে তুলেছেন৷ পল্লী বিদ্যুৎ অফিসে আগুন দিয়ে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি পুড়িয়ে দেয়া হয়েছে৷ এখন ৪৮ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন৷ তিনিই এক সময় বিদ্যুতের জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন৷ নাশকতা পর তিনিই আবার সবাইকে এক করেছেন নাশকতা প্রতিরোধে৷

সারা দেশে কমিটি গঠনের উদ্যোগ

সরকারের পক্ষ থেকেও এখন দেশের সব এলাকায় সন্ত্রাস এবং নাশকতা প্রতিরোধ কমিটি গড়ে তুলতে বলা হয়েছে৷ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ডয়চে ভেলেকে জানান এই কমিটি ইউনিয়ন, থানা, জেলা বিভাগসহ সারাদেশে গঠনের নির্দেশ দেয়া হয়েছে৷ এসব কমিটিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ রাজনৈতিক নেতা, সমাজ সেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সবাইকে অন্তর্ভুক্ত করা হচ্ছে৷ সংসদ সদস্যরা এই কমিটিগুলোর সঙ্গে সক্রিয় থাকবেন৷ নাটোরের সিংড়া এলাকার আওয়ামী লীগ নেতা রুহুল আমিন জানান, কমিটি গঠনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে৷ পুলিশ প্রশাসন তাদের সঙ্গে বৈঠকও করেছে৷ তবে তারা জামায়াতে ইসলামীর কাউকে কমিটিতে না রাখার ব্যাপারে একমত হয়েছেন৷

Bangladesch Unruhen Partei BNP Proteste gegen Polizeigewalt
গণপরিবহণ ভেঙে কি লাভ হচ্ছে?ছবি: Reuters

এদিকে রাজধানী ঢাকায় সন্ত্রাস বা নাশকতার আগাম ও তাৎক্ষণিক তথ্য জানাতে ২৪ ঘন্টার একটি সেল খোলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বেনজির আহমেদ৷ তিনি নাগরিকদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন৷

দুর্বৃত্তরা ভয় পাবে

পুলিশের সাবেক আইজি এ এস এম শাহজাহান ডয়চে ভেলেকে জানান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মানুষের এই জেগে ওঠা ইতিবাচক৷ আর সবখানে সরকারের সহয়তায় সবাইকে নিয়ে কমিটি গঠনও কাজে দেবে৷ তিনি বলেন যে হামলা এবং নাশকতা হয়েছে তা পরিকল্পিত৷ দেশে পুলিশের সংখ্যা অপ্রতুল, মাত্র ১ লাখ ৬০ হাজার৷ এই অল্প সংখ্যক পুলিশ দিয়ে পরিকল্পিত নাশকতা বা হামলা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়৷ মানুষ যদি সচেতন হয়, তাহলে তাদের প্রতিরোধ করা সম্ভব৷ আর মানুষ সংগঠিত হলে দুর্বৃত্তরাও নাশকতা বা হামলা চালাতে সাহস পাবেনা৷ সব মিলিয়ে মানুষের ভিতরে নিরাপত্তাবোধ গড়ে উঠবে৷ সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই, বলেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান