সবচেয়ে কম বয়সে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ভারতের গুকেশ
সিঙ্গাপুরে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ গেমে চীনের ডিং লিরেনকে হারিয়ে দিলেন ভারতের ডি গুকেশ।
সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন
মাত্র ১৮ বছর বয়সে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন গুকেশ। ডিং লিরেনের সঙ্গে লড়ে জিততে হলো তাকে। ১৩তম গেম পর্যন্ত দুজনের পয়েন্ট সমান ছিল। ১৪তম গেমে গুকেশ হারিয়ে দিলেন চীনের প্রতিপক্ষকে। নিয়ম অনুযায়ী, এই গেমে যিনি প্রথম সাত দশমিক পাঁচ পয়েন্ট পাবেন, তিনিই জিতবেন। গুকেশ সেই কৃতিত্ব অর্জন করলেন।
বড় ভুল করলেন ডিং
শেষ গেমে কালো ঘুঁটি নিয়ে খেলেছেন গুকেশ। কালো ঘুঁটি নিয়ে আগেও ডিংকে হারিয়েছিলেন তিনি। চীনের ডিং লিরেন ৫৫তম মুভে একটা বড় ভুল করেন। ফলে যে ম্যাচ টাইব্রেকারের দিকে যাচ্ছিল, তা জিতে নেন গুকেশ। ডিং পরে বলেছেন, ''আমি যখন বুঝলাম, বড় ভুল করে ফেলেছি, তখন ভয়ংকর শোকের মধ্যে ছিলাম।'' আর জিতে আনন্দে কেঁদে ফেলেন গুকেশ।
জার্মান গ্র্যান্ডমাস্টারকে ধন্যবাদ
জয়ের পর গুকেশ জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমার-সহ তার সব প্রশিক্ষক ও সহযোগীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেছেন, ''ডিং সত্যিকারের চ্যাম্পিয়নের মতোই খেলেছে।''
গুকেশ দাবা খেলেন সাত বছর বয়স থেকে
গুকেশ চেন্নাইয়ের ছেলে। দাবায় আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের বাড়িও চেন্নাইতে। চিকিৎসক বাবা ও মাইক্রোবায়োলজিস্ট মায়ের ছেলে গুকেশ দাবা খেলছেন সাত বছর বয়স থেকে। তিনি ১২ বছর সাত মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন। ভারতে তিনিই সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হন। বিশ্বের নিরিখে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার।
কথা রাখলেন গুকেশ
মাত্র ১১ বছর বয়সে গুকেশ বলেছিলেন, তিনি সবচেয়ে কম বয়সে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হতে চান। কথা রেখেছেন গুকেশ। আনন্দের একাডেমির ছাত্র গুকেশকে দাবায় অনন্য প্রতিভা হিসাবে দেখা হচ্ছে। ক্যাসপারভের রেকর্ড ভেঙে দিয়ে তিনিই এখন দাবায় সবচেয়ে কম বয়সী বিশ্বচ্যাম্পিয়ন।
কত অর্থ পেলেন গুকেশ ও লিরেন
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ফলে সবমিলিয়ে ভারতীয় মুদ্রায় ১১ কোটি ৪৫ লাখ টাকা পেয়েছেন গুকেশ। চীনের ডিং পেয়েছেন নয় কোটি ৭৫ লাখ টাকা।