1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী বান্ধব নেপাল!

২৪ জুন ২০১১

সমকামিতা বিষয়টি নেপালে ট্যাবু হিসেবে ধরা হয়৷ তবে এবার সমকামীদের জন্য সেখানে চালু হয়েছে একটি আশ্রয়কেন্দ্র৷ ঘরহারা সমকামী ছাড়াও সেখানে থাকতে পারছে এইডস আক্রান্ত রোগীরা৷

https://p.dw.com/p/11ihc
ছবি: Fotolia/carma49

রাজু বরাল৷ বয়স ২৭৷ এইডসের রোগী৷ তাঁর কারণে পরিবারকে যেন কোনো ধরণের অস্বস্তিতে পড়তে না হয়, তাই ঘর ছেড়েছেন৷ এখন থাকছেন ঐ আশ্রয়কেন্দ্রে - যার অবস্থান রাজধানী কাঠমান্ডু থেকে একটু দূরে শান্ত একটি এলাকায়৷

আশ্রয়কেন্দ্রটি স্থাপন করেছে ‘ব্লু ডায়মন্ড সোসাইটি' বা বিডিএস৷ সমকামীদের অধিকার নিয়ে কাজ করা নেপালের শীর্ষস্থানীয় একটি গ্রুপ এটি৷

বিডিএসের প্রতিষ্ঠাতা সুনীল বাবু পান্ত৷ তিনি বললেন সমাজে সমকামীদের ভাল চোখে দেখা হয়না৷ প্রায়ই তাদের নির্যাতনের শিকার হতে হয়৷ পরিবার থেকেও তারা কোনো সহায়তা পায়না৷ এমন কী মৃত্যুর পরও পরিবারের সদস্যরা মৃতদেহ নিতে চায়না৷

এসব সমস্যার সমাধানেই প্রতিষ্ঠা করা হয়েছে আশ্রয়কেন্দ্রটি৷ সমকামীরা ছাড়াও এইডস আক্রান্তরা থাকতে পারে এই কেন্দ্রে৷ ডাক্তারদের দিয়ে নিয়মিত চেকআপেরও ব্যবস্থা রয়েছে৷ এছাড়া মারা যাওয়ার পর কেন্দ্রের পক্ষ থেকেই শেষকৃত্যের কাজ করা হয়ে থাকে৷

একসঙ্গে ৩০ জন থাকতে পারে আশ্রয়কেন্দ্রে৷ ইটের দেওয়াল দিয়ে ঘেরা এই কেন্দ্রের বাইরে কোনো সাইনবোর্ড নেই৷ স্থানীয় লোকজন যেন বুঝতে না পারে সেজন্যই এই ব্যবস্থা বলে জানালেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সুনীল৷

সমকামিতা নেপালে ট্যাবু হলেও এর অনুকূলে কিছু ‍ঘটনা রয়েছে৷ যেমন সমকামীদের প্রতি বৈষম্য দূর করতে ২০০৭ সালে সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷ এছাড়া অন্যান্য নাগরিকের মতো সমকামীরাও যেন সমান অধিকার ভোগ করতে পারে সেটা নিশ্চিত করার কথাও বলা হয়েছে৷

এই রায়ের কারণে নেপালে এখন প্রথমবারের মতো যে সংবিধান প্রণয়নের কাজ চলছে সেখানে সমকামীদের অধিকারের বিষয়টি নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে৷

এছাড়া, সমকামীদের জন্য সুন্দরী প্রতিযোগিতা আয়োজন ও একই লিঙ্গের মানুষের মধ্যে বিয়ের ঘটনাও ঘটছে নেপালে৷ আর এই ধরণের যুগলরা চাইলে যেন মাউন্ট এভারেস্টের চূড়ায় বিয়ে করতে পারে সেই ব্যবস্থাও করে দিচ্ছে একটি ট্রাভেল এজেন্সি - যেটা চালাচ্ছে সমকামীরাই!

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য