সরকারের উচ্চ পর্যায়ে দুর্নীতিরও তদন্ত করছে টিআইবি
২৫ ডিসেম্বর ২০১০তিনি জানান, খানা জরিপে বিচার বিভাগ নিয়ে ভুক্তভোগীদের মতামত প্রতিফলিত হয়েছে৷ এনিয়ে সমালোচনা থাকতে পারে তবে আইন প্রতিমন্ত্রীর বক্তব্য দু:খজনক৷
জরিপে বিচার বিভাগের নাম সর্বাধিক দুর্নীতিগ্রস্ত হিসেবে উঠে আসায় সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সমালোচনার মুখে পড়েছে টিআইবি৷ আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম শুক্রবার বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই টিআইবি বিচার বিভাগকে বিতর্কিত করছে৷জবাবে শনিবার টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছন, জরিপ নিয়ে সমালোচনাকে তারা স্বাগত জানান৷ কিন্তু আইন প্রতিমন্ত্রীর বক্তব্য দু:খজনক৷ টিআইবি বরাবরই যুদ্ধাপরাধের বিচার দাবি করে আসছে৷ আর টিআইবি কাজ করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে৷
ড. ইফতেখারুজ্জামান জরিপ পদ্ধতির সমালোচনার জবাবে বলেন, তাদের পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত৷ দেশের ১৫ কোটি মানুষের সবার কাছে গিয়ে মতামত সংগ্রহ সম্ভব নয়৷ দৈব চয়নের ভিত্তিতে ৬৪ জেলা থেকে ভুক্তভোগী ৬ হাজার ব্যক্তিকে নির্ধারণ করে তাদের মতামত নেয়া হয়েছে৷ যারা বিচার পেতে ঘুষ দিতে বাধ্য হয়েছেন এই জরিপে তাদের মতামত প্রতিফলিত হয়েছে৷
সেবাখাতের এই জরিপে দেশের সার্বিক দুর্নীতির চিত্র প্রকাশ পায়নি বলে স্বীকার করেন তিনি৷ এজন্য সরকারের উচু পর্যায়ের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে টিআইবি৷ সরকারের নির্মাণ, ক্রয় এবং সংগ্রহ খাতে এই দুর্নীতি হয়ে থাকে৷
বিচার বিভাগের জরিপ ফলাফল নিয়ে কোন আদালত অবমাননার মামলা হলে তা আইনগতভাবেই মোকাবেলা করা হবে বলে জানান ড. ইফতেখারুজ্জামান৷
এদিকে শনিবারও টিআইবি'র রিপোর্টের সমালোচনা করেছেন আইনমন্ত্রী এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক