1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সর্বগ্রাসী ক্ষমতার দম্ভ ও তার কারণ

২৩ এপ্রিল ২০২১

বাংলাদেশে অনেকে দৈনন্দিন জীবনে সবখানেই ‘ক্ষমতা’ দেখানোর চেষ্টা করেন৷ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাঝে এই প্রবণতা বেশি বলে মনে করেন বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/3sUUV
ছবি: Mohammad P. Hossain/REUTERS

জবাবদিহিতা না থাকায় এই প্রবণতা দিন দিন বাড়ছে বলেই মনে করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী৷ আবার গণতান্ত্রিক সংস্কৃতির অভাবের কথা বলছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক৷ তবে দম্ভ দেখানোর মানুষ খুব বেশি না বলে মনে করেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার৷

ছাত্রনেতাদের বিরুদ্ধে ক্ষমতার দম্ভ দেখানোর অভিযোগের খবর সবচেয়ে বেশি৷ বিশেষ করে সরকার সমর্থক ছাত্রনেতাদের বিরুদ্ধেই এই ধরনের ক্ষমতা দেখানোর অভিযোগ বেশি পাওয়া যায়৷ এর কারণ কী জানতে চাইলে ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ডয়চে ভেলেকে বলেন, ‘‘ছাত্রনেতাদের মধ্যে হয়ত কারো কারো বিরুদ্ধে এমন অভিযোগ থাকতে পারে, অধিকাংশের বিরুদ্ধে কিন্তু এমন অভিযোগ নেই৷ আর শুধু ছাত্রনেতা নয়৷ সব পেশার মানুষের বিরুদ্ধেই এমন অভিযোগ উঠে৷ আমরা যখন ছাত্ররাজনীতি করেছি, তখন কিন্তু কোথাও এভাবে পরিচয় দিয়ে ক্ষমতা দেখানোর চেষ্টা করিনি৷ এখন হয়ত যুগের পরিবর্তনে কেউ কেউ এমনটি করে থাকতে পারেন৷’’

লকডাউন বাস্তবায়নের জন্য দেশে এখন হাজার হাজার চেকপোস্ট কাজ করছে: নারায়ণগঞ্জের পুলিশ সুপার

বর্তমানে লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে অনেক জায়গায় পুলিশের চেকপোস্টে তর্কাতর্কি হচ্ছে৷ এমনকি পুলিশের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনেরও অভিযোগ উঠেছে৷ এসব বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘লকডাউন বাস্তবায়নের জন্য দেশে এখন হাজার হাজার চেকপোস্ট কাজ করছে৷ আমাদের যে নির্দেশনা থাকে, সেখানে বলা হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে৷ ধৈয্যের সাথে, সহনশীলতার সঙ্গে কাজ করতে হবে৷ মানুষকে বোঝাতে হবে৷ দেখেন, পুলিশকে খরতাপেও কাজ করতে হয়, বৃষ্টি হলেও কাজ করতে হয় আবার শীতের সময়ও কাজ করতে হয়৷ হাজার হাজার চেকপোস্টের মধ্যে দু-একটি চেকপোস্টে যদি কোনো ঘটনা ঘটে সেটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই আমরা মনে করি৷’’

চেকপোস্টে পুলিশ কাউকে থামায়, আইডি কার্ড চায়, আবার গাড়িতে স্টিকার থাকায় কাউকে থামতে বলা হচ্ছে না৷ এই প্রবণতা সম্পর্কে জনাব আলম বলেন, ‘‘আমরা গাড়িতে যে স্টিকার লাগাই, সেটা কী বৈধ? বৈধ না৷ তারপরও কোনো গাড়িতে স্টিকার থাকলে কোনো কোনো পুলিশ সদস্য হয়ত তাকে থামাচ্ছেন না, আবার কেউ পরিচয় নিশ্চিত হতে থামাচ্ছেন৷ এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার৷ আর ক্ষমতাধরদের ব্যাপারে যেটা বলছিলেন, রাস্তায় এগুলো দেখতে দেখতে আমাদের মধ্যে সহনশীলতা চলে এসেছে৷ এগুলো নিয়েই আমাদের দায়িত্ব পালন করতে হয়৷’’ 

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার মনে হয় দু'টি কারণে এমনটা হয়৷ প্রথমত, জবাবদিহিতা নেই৷ আমি যদি অন্যায়ভাবে ক্ষমতা দেখাই এবং সেটা অন্যের অধিকারের উপর হস্তক্ষেপ করে তারপরও তো আমার জবাবদিহিতা নেওয়া হচ্ছে না৷ আমাদের রাষ্ট্রব্যবস্থায় কোনো জবাবদিহিতা নেই, সরকারেরও কোনো জবাবদিহিতা নেই, তার ফলে সবার মধ্যে এই ধরনের প্রবণতা তৈরি হয়৷ কেউ কোনো অন্যায় করলেও পার পেয়ে যাচ্ছেন৷ আর দ্বিতীয়ত, আমরা যে ভূমিতে বাস করছি, সেখানে এক সময় ক্ষমতার খুব অভাব ছিল৷ নানান দিক থেকে এটা নির্যাতিত একটা জনপদ৷ যুগ যুগ ধরে আমরা পরাধীন ছিলাম৷ ফলে এখন যার যতটুকু ক্ষমতা, সে সেটা প্রদর্শন করতে চায়৷ এটা একটা মারাত্মক ব্যাধি৷ আর সরকার-সমর্থক ছাত্রনেতা বা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কথা যদি আপনি বলেন, তাদের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা মনে করেন তাদের প্রতি সরকারের আনুকুল্য আছে৷ ফলে তারা ক্ষমতা দেখানোর চেষ্টা করেন৷’’

আরেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘গণতান্ত্রিক সংস্কৃতির অভাবে সবাই নিজেকে ক্ষমতাধর মনে করা শুরু করেছে৷ দেশে যদি গণতান্ত্রিক চর্চা থাকতো, সবার জবাবদিহিতা থাকতো, তাহলে সবাই নিজেকে ক্ষমতাধর মনে করতেন না৷ আমার তো মনে হয়, সবকিছুর মূলেই গণতান্ত্রিক সংস্কৃতিটা জরুরি৷’’

‘এটা এখন আমাদের রাজনীতির সংস্কৃতি হয়ে গেছে’

তবে খুব বেশি মানুষের মধ্যে এই প্রবণতা আছে বলে মনে করেন না সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘দেখুন, দেশে এখন কয়েক হাজার পুলিশ চেকপোস্ট চলছে৷ এর মধ্যে দু-একটি চেকপোস্টে কী হয়েছে সেটা বিবেচনা করলে হবে না৷ দু-একটি চেকপোস্টে যা হচ্ছে, সেটা ব্যতিক্রম৷ এই যে ক্ষমতার প্রভাবের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু খুব বেশি মানুষ দেখান না৷ হাতে গোনা দু-একজন৷ এটা যেমন রাজনীতিতে আছে, আবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আছে৷’’

ছাত্রনেতাদের বিরুদ্ধেই ক্ষমতার দম্ভ দেখানোর অভিযোগটা বেশি ওঠার কারণ জানতে চাইলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি বলবো, এটা এখন আমাদের রাজনীতির সংস্কৃতি হয়ে গেছে৷ যারা ক্ষমতায় থাকেন, তারা প্রশাসনে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করেন, করেও থাকেন৷ ধরেন একজনকে পুলিশ গ্রেপ্তার করলো একজন এমপি ফোন করায় পুলিশ তাকে ছেড়ে দিলো৷ মামলা থেকেও বাদ দিয়ে দিলো৷ তার ওই ক্ষমতা অন্য নেতা-কর্মীরা তো দেখলো৷ তখন তারাও এভাবে ক্ষমতা দেখানোর চেষ্টা করেন৷ এর মূল কারণ জবাবদিহিতার অভাব৷ গণতান্ত্রিক সংস্কৃতির অভাব, পরমত সহিষ্ণুতার অভাব৷’’

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷