সহকর্মীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ
২১ সেপ্টেম্বর ২০২০জলি তালুকদার সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন৷ তার অভিযোগ ঢাকা কমিটির সদস্য জাহিদ হোসেন খানের বিরুদ্ধে৷
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে অনশনে বলেছেন জলি তা ২৮ ফেব্রুয়ারির৷ জলির অভিযোগ, ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের এক সমাবেশে যোগ দিতে সিপিবির মিছিল নিয়ে যাওয়ার সময় তিনি জাহিদের নিপীড়নের শিকার হন৷
সাত মাস পর গত শুক্রবার সিপিবির ঢাকা কমিটির সভায় নেওয়া এক সিদ্ধান্তের পর ওই ঘটনার বিচার দাবিতে অনশনে বসছেন তিনি৷
বিচার চেয়ে সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি লিখেছেন জলি৷ চিঠিতে তিনি দাবি করেন, যৌন হেনস্থার অভিযোগে ব্যবস্থা না নিয়ে উলটো ওই সময় যারা প্রতিবাদ করেছিল, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে ঢাকা কমিটি৷
এর আগে জুলাই মাসে নারী নির্যাতনের মামলা হওয়ার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এসএম শুভ এবং আরিফুল ইসলাম নাদিমকে অব্যাহতি দেয় সিপিবির সহযোগী সংগঠন ক্ষেতমজুর সমিতি৷
ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে লেখালেখিও করেন সিপিবি কর্মীরা৷ এরপর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতা-কর্মীদের লেখালেখিতে নিষেধাজ্ঞা আরোপ করে দলটি৷ তবে জলি অনশনে বসার পর ফেসবুকে এ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে৷
এডিকে/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)