1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিক উৎপল নিখোঁজের নেপথ্যে কী

২৪ অক্টোবর ২০১৭

সাংবাদিক উৎপল দাসের খোঁজ পাওয়া যায়নি গত দু'সপ্তাহেও৷ তবে গত দু'দিনে দু'বার উৎপলের মোবাইল ফোন থেকেই অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবী করেছেন বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন তাঁর বাবা চিত্ত দাস৷

https://p.dw.com/p/2mQ4S
ছবি: picture alliance/Geisler-Fotopress/G. Hardt

উৎপল দাস অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার৷

গত ১০ অক্টোবর ঢাকার মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না৷ তার দু'টি মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে৷ ২২ অক্টোবর, রবিবার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পূর্ব-পশ্চিম কর্তৃপক্ষ৷ উৎপলের বাবাও পরের দিন থানায় আরেকটি জিডি করেন৷

উৎপলের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি এলাকায়৷ তাঁর বাবা চিত্ত দাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক৷ এখন তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘১০ অক্টোবর দুপুরে উৎপল সর্বশেষ ফোনে তার মায়ের সঙ্গে কথা বলেছে৷ রাতে আবার ফোন করার কথা ছিল৷ কিন্তু ফোন না করায় তার মা তাকে ফোন করে তার দু'টি মেবাইল ফোনই বন্ধ পায়৷ তারপরও কয়েকদিন ফোন করে করে তাকে না পেয়ে আমরা ভেবেছি হয়তো কোনো কারণে ফোন বন্ধ রেখেছে৷ কিন্তু ১৯ অক্টোবর তার এক সাংবাদিক বন্ধু রাজিব ফোন করে জানায়, উৎপল নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না৷''

চিত্ত দাস

তিনি জানান, ‘‘তবে গতকাল (সোমবার) এবং আজ (মঙ্গলবার) উৎপলের দু'টি মেবাইল ফোনের একটি থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা দু'দফা আমার ফোনে ফোন করে কথা বলে৷ তারা জানায়, উৎপল তাদের কাছে আছে৷ এক লাখ টাকা মুক্তিপণ পেলে ছেড়ে দেবে৷ আমি বলেছি, আমার ছেলের সঙ্গে কথা বলতে দাও৷ সে বেঁচে আছে, না মরে গেছে তা আমি জানতে চাই৷ তারপর মুক্তিপণ নিয়ে কথা হবে৷''

নিখোঁজ সাংবাদিকের পিতা আরো জানান, ‘‘তারা তাদের পরিচয় প্রকাশ করেনি বা কোথায় আছে তা-ও জানায়নি৷  ফোনে তাদের সঙ্গে আমার দুই দফায় ৯-১০ মিনিট কথা হয়েছে৷ কিন্তু পরে আমি ফোন করলে ওই নাম্বার বন্ধ পাওয়া যায়৷''

উৎপল ৭-৮ বছর ধরে সাংবাদিকতা করছেন৷  এখানে তিনি আওয়ামী লীগ বিটের সাংবাদিক৷ পূর্বপশ্চিমবিডি'র বার্তা সম্পাদক শাহনেওয়াজ সুমন ডয়চে ভেলেকে বলেন, ‘‘উৎপল কোনো প্রতিবেদনের কারণে চাপ বা হুমকির মুখে ছিল বলে আমাদের জানা নাই৷ তবে সম্প্রতি তার কয়েকটি ফেসবুক স্ট্যাটাস  ছিল সাংঘর্ষিক৷ এরমধ্যে সে তার বন্ধুদের অনুরোধে কয়েকটি স্ট্যাটাস মুছেও ফেলে৷’’

খুজিস্তা নূর-ই-নাহারিন

তিনি আরো জানান, ‘‘সে প্রতিদিন অফিসেও আসতো না৷ বাধ্যবাধকতাও ছিল না৷ বাইরে থেকে মেইলে নিউজ পাঠলেই হতো৷ তিন-চার দিন পর হয়তো একদিন অফিসে আসতো৷ নিউজ পাঠানো বন্ধ করে দিলে আমরা তার নিখোঁজ হওয়ার ব্যাপরটি বুঝতে পারি৷’’

ঢাকায় ফকিরাপুলের এক নম্বর গলিতে একটি ভাড়া বাসায় থাকতেন উৎপল৷ পূর্বপশ্চিমবিডি'র সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিন ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা তার মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর বিভিন্ন মাধ্যমে খোঁজ করেও তাকে না পেয়ে তার ঢাকার বাসায় লোক পাঠাই৷ সেখানে গিয়ে তাকে না পেয়ে তার নিখোঁজ হওয়ার বিষয়ে নিশ্চিত হই৷ আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের না বলে সে অন্য কোথাও চাকরি নিয়েছে৷ তাই মোবাইল ফোন বন্ধ৷’’

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘আমাদের পক্ষ থেকে থানায় জিডি করেছি৷ পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি৷ পুলিশ তদন্ত করে দেখার কথা বলছে৷ আমরাও নানা মাধ্যমে তার খোঁজ জানার চেষ্টা করছি৷  মুক্তিপণ দাবির বিষয়টিও আমরা থানায় জানিয়েছি৷’’

শাহনেওয়াজ সুমন

এদিকে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফরুক ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা জিডি ধরে তদন্ত করছি৷ তবে এখনো উৎপল দাসের কোনো খোঁজ পাইনি৷ আমরা চেষ্টা করছি৷’’

তাঁকে ফিরিয়ে দিতে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণের দাবির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘‘এ ধরণের কেনো তথ্য আমাদের কাছে নাই৷ তার পরিবারের পক্ষ থেকেও  এ ধরণের কোনো তথ্য আমাদের জানানো হয়নি৷’’

এদিকে দু' সপ্তাহেওসাংবাদিক উৎপল দাসের কোনো খোঁজ না মেলায় তাঁর পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছেন৷ তাঁর সহকর্মী এবং বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ফিরে পেতে পোস্ট দিচ্ছেন৷  উৎপল চার ভাই-বোনের মধ্যে সবার ছোট৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য