সাউথ আফ্রিকায় বন্যা, ভূমিধসে নিহত অন্তত ৫৯
সাউথ আফ্রিকার ডারবান ও এর আশপাশের এলাকায় সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার সকালের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ এছাড়া ভূমিধসের ঘটনাও ঘটেছে৷ অন্তত ৫৯ জন মারা গেছেন৷
নিহত ৫৯
সাউথ আফ্রিকার ডারবান ও এর আশপাশের এলাকায় সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার সকালের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ এছাড়া ভূমিধসের ঘটনাও ঘটেছে৷ অন্তত ৫৯ জন মারা গেছেন বলে জানিয়েছে কোয়াজুলু-নাটাল রাজ্য সরকার৷
ক্ষয়ক্ষতি
রাজ্যের মুখ্যমন্ত্রী সিহলে জিকালালা বলছেন, দুই হাজারের বেশি ঘরবাড়ি এবং চার হাজারের বেশি চালাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১৪০টির বেশি স্কুলও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কয়েকটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে৷
রাস্তায় শিপিং কনটেনার
ডারবান বন্দর থেকে বেশ কিছু শিপিং কনটেনার বন্যার পানিতে ভেসে এসে রাস্তার উপর পড়ে আছে৷ এভাবে বন্দরের নিকটবর্তী রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে৷
লুটপাট
ছবিতে কয়েকজনকে বন্যার পানিতে ভেসে আসা একটি কনটেনারে থাকা জিনিসপত্র লুট করতে দেখা যাচ্ছে৷
জলবায়ু পরিবর্তন
সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকায় নিয়মিত বন্যা দেখা যাচ্ছে৷ ২০১৯ সালের বন্যায় প্রায় ৭০ জন মারা গিয়েছিলেন৷ জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যারি গ্যালভিন বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে৷ ভবিষ্যতে বন্যা ও খরার পরিমাণ আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন তিনি৷
উদ্ধার তৎপরতা
দুর্গতদের উদ্ধার তৎপরতায় সামরিক বাহিনীও যোগ দিয়েছে৷ সারারাত একটি স্কুলে আটকে থাকার পর ৫২ জন শিক্ষার্থী ও শিক্ষককে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে৷