সাগর-রুনি হত্যাকাণ্ড
১৫ মে ২০১২রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ'র সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘‘সাগর ও রুনি আমাদের দুই প্রিয় সহকর্মী ছিলেন৷ কে তাদেরকে কী উদ্দ্যেশ্যে নিজঘরে এমন নৃশংসভাবে খুন করল তা আমরা জানতে চাই৷''
এই সাংবাদিক নেতা বলেন, রবিবার তাঁরা বিভিন্ন গণমাধ্যমের প্রধান ও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন৷ সে প্রেক্ষিতে সোমবার প্রতিটি ইলেকট্রনিক মাধ্যমে এই হত্যাকাণ্ড নিয়ে বিশেষ প্রতিবেদন দেখানো হয়৷ আর মঙ্গলবার প্রতিটি সংবাদপত্র একই সম্পাদকীয় প্রকাশ করেছে৷
সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে ডিআরইউ সভাপতি বলেন, প্রয়োজনে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন৷ বাদশা বলেন, ‘‘এর আগে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি৷ তিনি আমাদের তিনদফা অঙ্গীকার করেছিলেন৷ তাই এবার আমরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই৷ আমরা মনে করি সেটাই ভাল হবে৷''
উল্লেখ্য, এর আগেও একবার সাংবাদিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন৷ কিন্তু তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আশ্বাসে সে কর্মসূচি স্থগিত করেছিলেন সাংবাদিকরা৷ এছাড়া হত্যাকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে মহাসমাবেশও করেছেন সাংবাদিকরা৷
সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ