1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবিনার হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

১৬ সেপ্টেম্বর ২০২২

২০১৬ সালের পর প্রথমবার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশ৷ সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা৷

https://p.dw.com/p/4GyCI
ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠে আসে বাংলাদেশছবি: ZUMA Wire/IMAGO

প্রথম গোলের দেখা মেলে ১ মিনিট ৩৪ সেকেন্ডেই; সিরাত জাহান স্বপ্নার মুগ্ধতা ছড়ানো শটে৷ হ্যাটট্রিক উপহার দিলেন অধিনায়ক সাবিনা খাতুন৷ গোল করলেন কৃষ্ণা-ঋতুপর্ণারাও৷

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশ বিশাল জয় পেয়েছে দুই অর্ধে চারটি করে গোল করে৷ সাবিনার হ্যাটট্রিকের সঙ্গে একটি করে গোল ছিল স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভীন ও তহুরা খাতুনের৷

এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠলো বাংলাদেশ৷ ২০১৬ সালে ভারতের শিলিগুঁড়ির আসরে প্রথম ফাইনাল খেলেছিল দল৷

শুক্রবার এ ম্যাচে প্রথম সেকেন্ড থেকে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ার হুঙ্কার আগেই দিয়েছিল বাংলাদেশ৷ মাঠেও ঠিক তাই করে দেখায় তারা৷ গোলও পেয়ে যায় ম্যাচ শুরু হতেই, ১ মিনিট ৩৪ সেকেন্ডে৷ মনিকা চাকমার থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সিরাত জাহান স্বপ্না৷

 হ্যাটট্রিক উপহার দিলেন অধিনায়ক সাবিনা খাতুন
হ্যাটট্রিক উপহার দিলেন অধিনায়ক সাবিনা খাতুনছবি: Mir Farid

বৃষ্টিভেজা ভারি মাঠে বল পায়ে রেখে পাসিং ফুটবলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে ভুটান৷ কিন্ত কখনও আখিঁ খাতুন, কখনও শিউলি তাদের আক্রমণের তাল কেটে দেন৷ পোস্টের নীচে যথারীতি বিশ্বস্ত ছিলেন রুপনা৷ ৩০তম মিনিটে মনিকার আড়াআড়ি ক্রসে কৃষ্ণার হেড এক ড্রপ খেয়ে জালে জড়ালে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ৷

দুটি পরিবর্তন এনে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ৷ মনিকা ও শিউলি আজিমকে তুলে শামসুন্নাহার (জুনিয়র) ও নিলুফা ইয়াসমিন নীলাকে নামান কোচ৷ যথারীতি এ অর্ধেও ভুটানের উপর ছড়ি ঘোরায় বাংলাদেশ৷

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা৷ চলতি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আগে থেকে শীর্ষে থাকা সাবিনার গোল হলো ৮টি৷ টানা চার জয়ে ফাইনালে উঠল বাংলাদেশ৷ মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা মেয়েরা দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় ৬-০ ব্যবধানে৷ এরপর প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠে আসে বাংলাদেশ৷

ভুটানের বিপক্ষে শতভাগ জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ৷ সাফে এর আগে তাদের বিপক্ষে খেলা তিন ম্যাচেই জিতেছিল দল৷ তবে একটা অস্বস্তি ও শঙ্কা নিয়েই ফাইনালের টিকেট কাটল তারা৷ নেপাল ও ভারতের মধ্যে প্রতিপক্ষ হিসেবে যারাই উঠে আসুক না কেন, বিশ্বস্ত ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার চোট হতে পারে বড় দুর্ভাবনার কারণ৷

এপিবি/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)