আবারও সাইবার হামলা
২৮ জুন ২০১৭মস্কোয় স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর দুইটার দিকে হামলা শুরু হয়৷ এতে রাশিয়ার তেল কোম্পানি রোজনেফ্ট, ইউক্রেনের প্রধান বিমানবন্দর, জাতীয় পাওয়া গ্রিড, চেরনোবিলে দুর্ঘটনার শিকার পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ ব্যবস্থাসহ দেশ দু'টির প্রায় ৮০টি কোম্পানি আক্রান্ত হয়৷
রাশিয়া ও ইউক্রেন দিয়ে শুরুর পর সাইবার হামলার পরিধি বাড়তে থাকে৷ তারপর একে একে ডেনমার্কের সমুদ্র পরিবহণ বিষয়ক কোম্পানি ম্যার্স্ক, ব্রিটিশ অ্যাডভার্টাইজিং কোম্পানি ডাব্লিউপিপি ও ক্যাডবেরি চকলেট উৎপাদনকারী প্রতিষ্ঠান মনডেলেজসহ আরও অন্যান্য কোম্পানি আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে৷ যুক্তরাষ্ট্রের কয়েকটি হাসপাতালও হামলার শিকার হয়েছে৷
ডেনমার্কের কোম্পানি ম্যার্স্কের কম্পিউটার সাইবার হামলায় আক্রান্ত হওয়ায় ভারতের সবচেয়ে বড় বন্দরের কার্যক্রম ব্যাহত হয় বলে জানা গেছে৷ ইউরোপীয় অন্যান্য কোম্পানির কম্পিউটার আক্রান্ত হওয়ায় বুধবার এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কিছু কোম্পানির কাজে বিঘ্ন ঘটেছে৷
ভাইরাসটিকে প্রাথমিকভাবে ‘পেটিয়া’ বা ‘গোল্ডেনআই’ নামে ডাকা হচ্ছে৷ এটি একটি ব়্যানসামওয়্যার৷ অর্থাৎ হ্যাকাররা একটি কোড ব্যবহার করে কোনো কম্পিউটার লক করে দিয়ে তার ব্যবহারকারীর কাছে বিটকয়েনের মাধ্যমে অর্থ দাবি করে৷ ফলে ব্যবহারকারী তাঁর কম্পিউটারে প্রবেশ করতে পারেন না৷ তবে দাবি করা অর্থ দিলে হ্যাকাররা তখন সেই লক খোলার পদ্ধতি জানিয়ে দেয়৷ এই ভাইরাসে ‘ইটারনাল ব্লু’ নামে একটি কোড ব্যবহার করা হয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ-র কাছ থেকে চুরি হয়েছে বলে সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন৷
এর আগে গত মাসে সারা বিশ্বের তিন লক্ষেরও বেশি কম্পিউটার ‘ওয়ানাক্রাই’ নামে একটি সাইবার হামলার শিকার হয়েছিল৷ সেই সময় মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি নিরাপত্তা প্যাচ রিলিজ করেছিল৷ সেই প্যাচ বর্তমান হামলার হাত থেকেও কম্পিউটারকে রক্ষা করার কথা৷
একের পর এক সাইবার হামলার কারণে কোম্পানিগুলো নিরাপত্তার দিকে নজর দেয়ায় সাইবার সিকিউরিটি মার্কেটের পরিধি বাড়ছে৷ চলতি বছর এই বাজারের মূল্য ১২০ বিলিয়ন ডলার হওয়ার কথা৷ এক দশক আগের তুলনায় পরিমাণটি প্রায় ৩০ গুন বেশি৷
জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ, এপি)