সিংহ থেকে বাঁচতে কুকুরের অভিনয়
২৯ মে ২০১৯হুয়াঙ্গে ন্যাশনাল পার্কে প্রতিদিন অনেক পর্যটক আসেন বনের প্রাণীদের প্রাকৃতিক পরিবেশে বিচরণ দেখতে৷ প্রায়ই দর্শণার্থীদের চোখে সিংহের শিকার করার দৃশ্য চোখে পড়ে৷
কিন্তু এবারের দৃশ্যটা একটু অন্যরকম৷ একটি সাফারির গাড়ির জানালা থেকে করা ভিডিওতে দেখা যায়, এক বুনো কুকুরের ঘাড়ে কামড় দিয়ে আছে এক সিংহ৷ কুকুরটির শরীরেও নড়াচড়ার লেশমাত্র নেই৷ কিন্তু এর মধ্যেও কুকুরটিকে ছেড়ে যায়নি তার পালের অন্য বন্ধুরা৷ নানাভাবে সিংহকে বিরক্ত করাই ছিল তাদের উদ্দেশ্য৷
শুরুতে পালের অন্য কুকুরদের পাত্তা না দিলেও, বনের রাজা বলে কথা৷ মুখের কুকুরটি মারা গেছে নিশ্চিত হয়ে, আশেপাশের কুকুরগুলোকে একটু ধমক দেয়ার চিন্তা করে সিংহ৷ কিন্তু মুখের কুকুরটিকে যেই না মাটিতে রেখেছে, অমনিই সে উঠে দৌড়, এক ছুটে সিংহের আওতার বাইরে৷
কুকুরের এই কাণ্ড দেখে অবাক দর্শকরাও৷
ইউটিউবে ১৬ মে শেয়ার করা ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে৷ মাত্র দুই সপ্তাহে ভিডিওটি দেখেছেন ২৭ লাখেরও বেশি মানুষ৷
এডিকে/এসিবি