আবারো অশান্ত সিরিয়া
১৩ মে ২০১৬সিরিয়ার জটিল রাজনৈতিক, সাম্প্রদায়িক ও আঞ্চলিক সমীকরণ সে দেশে শান্তি আনার ক্ষেত্রে পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ শুক্রবার হেজবোল্লাহ কমান্ডার মুস্তফা বাদরেদ্দিনের হত্যাকাণ্ডের ফলে আঞ্চলিক স্তরেও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে৷
লেবাননের শিয়া গোষ্ঠী হেজবোল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেই সমর্থন করে এসেছে৷ তাদেরই কমান্ডার মুস্তফা বাদরেদ্দিন আসাদ প্রশাসনের সহায়তা করে এসেছেন৷ দামেস্ক বিমানবন্দরের কাছে এক বিস্ফোরণে শুক্রবার বাদরেদ্দিন নিহত হন৷
এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে কিছু মহল থেকে দাবি করা হলেও হেজবোল্লাহ এখনো কাউকে দায়ী করেনি৷
এই হত্যাকাণ্ডের ফলে অস্ত্রবিরতি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দেশের অন্য প্রান্তেও বোঝাপড়া মানা হচ্ছে না৷ আসাদ-বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধেও হত্যালীলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে৷
আসাদ প্রশাসনও এ ক্ষেত্রে পিছিয়ে নেই৷ দুর্গত মানুষের কাছে জাতিসংঘের ত্রাণ পৌঁছানোতে তারা বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠছে৷
আল কায়েদার ঘনিষ্ঠ আল নুসরা ফ্রন্টের উপর হামলাও পরিস্থিতি জটিল করে তুলতে পারে৷
এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)