সেনা মোতায়েন
২৬ ডিসেম্বর ২০১৩এদিকে, বিরোধী দলের নেতা কর্মীরা রবিবারের ‘মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচি সফল করতে ঢাকার পথে রওয়ানা হয়েছেন৷
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধে বুধবার মধ্যরাতে সেনা মোতায়েন করা হয়েছে৷ প্রথম পর্যায়ে ঢাকাসহ জেলা শহরে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা৷ পরে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তাঁরা উপজেলা পর্যায় পর্যন্ত যাবেন৷ ‘ইন এইড টু সিভিল পাওয়ার'এর আওতায় তাঁরা নির্বাচনকালীন সময়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন৷
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৯ জানুয়ারি পর্যন্ত সেনা সদস্যরা নির্বাচনকে ঘিরে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নিরাপদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন৷ নির্বাচন কমিশন জানায় শীতকালীন মহড়া উপলক্ষ্যে সেনা সদস্যরা আগে থেকেই জেলা সদরে অবস্থান করছিলেন৷ বুধবার মধ্যরাত থেকে আগের সিদ্ধান্ত অনুযায়ী তারা নির্বাচনের কাজে যুক্ত হলেন৷
এদিকে বুধবার মধ্যরাত থেকেই ঢাকা শহরে যৌথবাহিনীর অভিযান শুরু হয়৷ তবে এর আগেই তাঁরা জেলা পর্যায়ে অভিযান শুরু করেন৷ পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা এই অভিযানে অংশ নিচ্ছেন৷
ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, নির্বাচনকে সামনে রেখে ঢাকা এবং আশপাশের এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চিহ্নিত অপরাধী এবং নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতারেই এই অভিযান চালানো হচ্ছে৷ পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান এরই মধ্যে ৩০ জন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে৷
বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গ্রেফতার করে পুলিশ৷ তাঁকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি৷ তবে মঙ্গলবার রাতে বাংলামোটরে বোমা মেরে পুলিশ সদস্য হত্যার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে৷ পুলিশ কমিশনার জানিয়েছেন এই মামলার আসামিদের অবশ্যই গ্রেফতার করা হবে৷
ঢাকার পথে রওয়ানা
সারা দেশ থেকে বিএনপির নেতা-কর্মীরা এরই মধ্যে ঢাকার পথে রওয়ানা হয়েছেন বলে ডয়চে ভেলেকে জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু৷ জানা গেছে, তারা বিভিন্ন কৌশলে ঢাকায় প্রবেশের চেষ্টা করবেন৷ শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, ব্যাপক জনসমাগম ঠেকাতেই ঢাকায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে৷ তাঁরা বিএনপির শীর্ষ নেতাসহ তৃণমূল পর্যায় পর্যন্ত নেতা কর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে৷ বাসায় চালাচ্ছে তল্লাশি৷ তিনি বলেন সরকারের কাছে সহযোগিতা চাওয়ার পরও পাওয়া যাচ্ছে না৷
বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে নেতাদের দেখা করতে দেয়া হয়নি৷ দেখা করতে গেলে কয়েকজনকে আটক করে পুলিশ৷ দুদু বলেন, তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি অশান্ত করা হলে দায় সরকারকেই নিতে হবে৷
বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন যৌথবাহিনীর অভিযানের নামে বিরোধী দলের আন্দোলন দমন করা হচ্ছে৷ দেশের বিভিন্ন এলাকায় টার্গেট করে ‘কিলিং' করা হচ্ছে৷