বিএনপির যোগদানের আশা
৩ জুন ২০১৩নবনিযুক্ত স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এই অধিবেশন পরিচালনা করবেন৷ এটিই নতুন স্পিকারের প্রথম অধিবেশন৷ এই বাজেটই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের শেষ বাজেট৷ এই বাজেট অধিবেশন হচ্ছে চলতি নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন৷ সংসদের একাধিক সূত্র নিশ্চিত করেছে, ৯০ কার্যদিবসের বেশি দিন সংসদে যোগ না দিলে সংসদ সদস্য পদ বিলুপ্ত হয়ে যায়৷ সেই হিসেবে বিরোধী দলের অধিকাংশ সদস্যের সদস্য পদ টিকিয়ে রাখতে এই অধিবেশনেই তাদের যোগ দিতেই হবে৷
সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘বিরোধী দল সংসদে আসুক এবং কথা বলুক, আমরা সব সময়ই তা চাই৷ শুধু সদস্য পদ টিকিয়ে রাখার জন্য সংসদে আসলে তো হবে না৷'' তিনি বিরোধী দলকে সংসদে অবস্থান করে কথা বলারও অনুরোধ করেন৷ কোনো প্রস্তাব থাকলে তাও দিতে বলেন৷
প্রধান বিরোধী দল বেশ কিছুদিন ধরে দাবি করে আসছিল, সংসদে যোগ দিতে হলে তাদের কারাগারে আটক সংসদ সদস্যদের মুক্তি দিতে হবে৷ তাদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম কারারন্দি বিরোধী দলীয় সংসদ সদস্যদের মুক্তি দিতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন৷ পাশাপাশি নবনিযুক্ত স্পিকারও মুক্তির বিষয়টি বিবেচনা করতে আদালতের প্রতি অনুরোধ করেছিলেন৷ এমন অবস্থায় রবিবার সকালে বিরোধী দলের কারাবন্দি দুই সংসদ সদস্য এম কে আনোয়ার ও বরকতউল্লাহ বুল আদালতে জামিনের আবেদন করেন৷ আদালত তা মঞ্জুরও করেছেন৷ রবিবার বিকেলেই তারা মুক্তি পেয়েছেন৷ ফলে এখন সংসদে যোগ দেয়া বিএনপির জন্য অপরিহার্য হয়ে পড়েছে৷
সোমবার উপস্থাপন করা বাজেটের আকার থাকছে দুই লাখ ২২ হাজার কোটি টাকার৷ আগামী নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজার চাঙ্গা করতে এই বাজেটে বেশ কিছু উদ্যোগ থাকছে৷ এর মধ্যে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের লভ্যাংশের করমুক্ত সীমা বাড়ানো, প্রিমিয়ামে কর অব্যাহতি, মিউচুয়াল ফান্ড ও বন্ডের বিনিয়োগে কর রেয়াত এবং কালো টাকা বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখা৷ ইতিমধ্যে শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকও ৯০০ কোটি টাকা পুনঃঅর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে৷