‘সোলার থার্মাল’
৮ ফেব্রুয়ারি ২০১৪সৌরতাপ সংকট? জার্মানির অনেকে এখন তা টেরও পাচ্ছেন না৷ এমনকি সূর্য কড়া রোদ না দিলেও সৌরতাপ সংগ্রহ করতে পারে বিশেষ একটি যন্ত্র৷ সাধারণ ফটোভোল্টেয়িক প্যানেল দিয়ে যা সম্ভব নয়৷ এজন্য দরকার সোলার থার্মাল৷
আশির দশকেই সৌরশক্তির পথিকৃৎ হিসেবে পরিচিতি পান রাইনহল্ড ভাইসার৷ আট বছর আগে জার্মানির পূর্বাঞ্চলের লাইট টিউব ইন্ডাস্ট্রির সহায়তা নিয়ে তিনি সৌরশক্তি সংগ্রহে এক নতুন উপায় বের করেন৷ তিনি বলেন, ‘‘একটি পর্যায়ে ফটোভোল্টেয়িক এনার্জি উপযুক্ত আর্থিক সহায়তা পেয়েছিল, যা তাদের প্রয়োজনীয় মার্কেট গড়তে সহায়তা করেছে৷ তবে সোলার থার্মাল এনার্জি উৎপাদনের ক্ষেত্রে এটা পাওয়া যায়নি৷''
সোলার থার্মাল এনার্জির ক্ষেত্রে টিউব বসানোতে অনেক ঝামেলা ছিল৷ ভাইসার এক প্লাগ তৈরি করে এই সমস্যার সমাধান করেছেন৷ ফলে এখন বায়ুশূন্য টিউবগুলো সন্তোষজনক জায়গায় বসানো সম্ভব হচ্ছে, যা প্রচণ্ড শীতের সময়ও কাজ করে৷ এই মডেল ক্যানাডায় ইতোমধ্যে সফলতা দেখিয়েছে৷ রাইনহল্ড ভাইসার বলেন, ‘‘ক্যানাডায় ঘরের বাইরে তাপমাত্রা খুব কম থাকে৷ আমাদের সেখানে একটা প্লান্ট রয়েছে৷ শীতকালে সেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত নামে৷ তা সত্ত্বেও এই সিস্টেম কাজ করে৷''
সোলার থার্মাল সিস্টেম পুরোটাই জার্মানিতে তৈরি৷ আর অধিকাংশ অংশ হাতেই জোড়া লাগানো হয়৷ আঙারমুন্ডে-তে উৎপাদন করা হয়৷ অর্ডারও ফুল৷ অথচ কারখানাটি দেখলে এখনো মনে হবে গ্যারেজ৷ ভাইসার তাঁর পণ্যে বিশ বছরের গ্যারান্টি দিচ্ছেন৷ এমনকি ঝড়েও নষ্ট হবে না এটি৷ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সোলার থার্মাল প্রক্রিয়ার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল৷
বিশেষ ঘোষণা: এই সপ্তাহের অন্বেষণ কুইজে অংশ নিতে ক্লিক করুন এখানে৷