1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদেশ অমান্যের হুঁশিয়ারি কাটালানদের

২৩ অক্টোবর ২০১৭

কাটালুনিয়ার উপর স্পেন পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলে পুলিশসহ অন্য কোনো কর্মকর্তাই তা মেনে নেবে না বলে জানিয়েছে কাটালুনিয়া৷

https://p.dw.com/p/2mM4F
ছবি: Getty Images/S. Gallup

পররাষ্ট্র বিষয়ক প্রধান রাউল রোমেভা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কেন্দ্রীয় সরকার কাটালানদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে৷ ইউরোপে স্পেনের মিত্র দেশগুলোর অস্থিরতার আশংকার মধ্যেই কাটালুনিয়ানদের পক্ষ থেকে এমন ঘোষণা এলো৷ সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী, কাটালুনিয়ার আঞ্চলিক সরকার বাতিল করে নতুন করে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে স্পেন৷ শুক্রবার এ ভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷ রাউল রোমেভা বলেন, ‘‘এমন নয় যে আমরা আদেশ অমান্য করবো৷ এটা কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়৷ এটা ৭০ লক্ষ মানুষের সিদ্ধান্ত৷ আর সেদিক থেকে বিবেচনা করলে, আমার কোনো সন্দেহই নেই যে, কাটালুনিয়ার সরকারি কর্মকর্তারা এখনকার নির্বাচিত ও বৈধ সংস্থার নির্দেশই মানবে৷’’

কাটালুনিয়ার কর্তৃপক্ষের হিসেবে, ভোটে অংশগ্রহনকারী প্রায় ৯০ ভাগ কাটালান স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে৷ তবে, এ ভোটে মাত্র ৪৩ ভাগ ভোটার অংশ নিয়েছে৷ 

কাটালুনিয়ার সংকট ইউরোপীয় দেশগুলোর মধ্যেও এক ধরনের সংকট তৈরি করেছে৷ ২০০৭ থেকে ২০০৯-এর মধ্যে স্কটল্যান্ড থেকে ফ্ল্যান্ডার্সে  বেকারত্ব, শরণার্থী সমস্যা ইত্যাদিকে পুঁজি করে ইউরোপীয়ান ইউনিয়নের বিরুদ্ধবাদীরা আঞ্চলিক স্বায়ত্বশাসনের সুযোগ খুঁজছে৷ উত্তর ইটালির দুই সমৃদ্ধশালী রাজ্যে রোববার বৃহত্তর স্বায়ত্বশাসনের পক্ষে বিপুল ভোট পড়েছে৷ তবে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কাটালুনিয়া সংকটকে অভ্যন্তরীণ সমস্যা বলে চিহ্নিত করে এর মধ্যস্থতা করতে অস্বীকার করেছেন

কাটালুনিয়ার সরকারের প্রতি সমর্থন দেয়া কট্টর বাম দল সিইউপি-ও কাটালানদের এ অসহযোগিতাতে সমর্থন জানিয়ে বলেছে, মাদ্রিদ কাটালানদের বিরুদ্ধে এমন আগ্রাসন চালালে আইন অমান্য করতে বাধ্য হবে কাটালানরা৷

কাটালুনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন এ সপ্তাহের বৃহস্পতিবার মাদ্রিদের আচরণের জবাব দিতে সংসদ অধিবেশনের ডাক দিয়েছেন৷ অনেকেই একে কাটালুনিয়ার আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষনার পদক্ষেপ হিসেবে দেখছে৷

অনেকেই কার্লেস পুজদেমনকে পুনঃভোটের মাধ্যমে এ সংকট মোকাবেলার আহ্বান জানালেও কাটালুনিয়ার সরকারের মুখপাত্র  ‘সমাধানের পথ নয়’ বলে এ প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন৷

অন্যদিকে স্পেনের উপ-প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ১৫৫ ধারা কার্যকর হওয়া মাত্রই পুজদেমন তাঁর পদ হারাবে আর মাদ্রিদ তখন নিজস্ব প্রতিনিধি নির্বাচন করবে৷ ছ’মাসের মধ্যেই স্প্যানিশ সরকার আঞ্চলিক ভোটের ব্যবস্থা করবে বলেও জানান তিনি৷

আরএন/এসিবি (রয়টার্স)