আদেশ অমান্যের হুঁশিয়ারি কাটালানদের
২৩ অক্টোবর ২০১৭পররাষ্ট্র বিষয়ক প্রধান রাউল রোমেভা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কেন্দ্রীয় সরকার কাটালানদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে৷ ইউরোপে স্পেনের মিত্র দেশগুলোর অস্থিরতার আশংকার মধ্যেই কাটালুনিয়ানদের পক্ষ থেকে এমন ঘোষণা এলো৷ সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী, কাটালুনিয়ার আঞ্চলিক সরকার বাতিল করে নতুন করে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে স্পেন৷ শুক্রবার এ ভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷ রাউল রোমেভা বলেন, ‘‘এমন নয় যে আমরা আদেশ অমান্য করবো৷ এটা কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়৷ এটা ৭০ লক্ষ মানুষের সিদ্ধান্ত৷ আর সেদিক থেকে বিবেচনা করলে, আমার কোনো সন্দেহই নেই যে, কাটালুনিয়ার সরকারি কর্মকর্তারা এখনকার নির্বাচিত ও বৈধ সংস্থার নির্দেশই মানবে৷’’
কাটালুনিয়ার কর্তৃপক্ষের হিসেবে, ভোটে অংশগ্রহনকারী প্রায় ৯০ ভাগ কাটালান স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে৷ তবে, এ ভোটে মাত্র ৪৩ ভাগ ভোটার অংশ নিয়েছে৷
কাটালুনিয়ার সংকট ইউরোপীয় দেশগুলোর মধ্যেও এক ধরনের সংকট তৈরি করেছে৷ ২০০৭ থেকে ২০০৯-এর মধ্যে স্কটল্যান্ড থেকে ফ্ল্যান্ডার্সে বেকারত্ব, শরণার্থী সমস্যা ইত্যাদিকে পুঁজি করে ইউরোপীয়ান ইউনিয়নের বিরুদ্ধবাদীরা আঞ্চলিক স্বায়ত্বশাসনের সুযোগ খুঁজছে৷ উত্তর ইটালির দুই সমৃদ্ধশালী রাজ্যে রোববার বৃহত্তর স্বায়ত্বশাসনের পক্ষে বিপুল ভোট পড়েছে৷ তবে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কাটালুনিয়া সংকটকে অভ্যন্তরীণ সমস্যা বলে চিহ্নিত করে এর মধ্যস্থতা করতে অস্বীকার করেছেন৷
কাটালুনিয়ার সরকারের প্রতি সমর্থন দেয়া কট্টর বাম দল সিইউপি-ও কাটালানদের এ অসহযোগিতাতে সমর্থন জানিয়ে বলেছে, মাদ্রিদ কাটালানদের বিরুদ্ধে এমন আগ্রাসন চালালে আইন অমান্য করতে বাধ্য হবে কাটালানরা৷
কাটালুনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন এ সপ্তাহের বৃহস্পতিবার মাদ্রিদের আচরণের জবাব দিতে সংসদ অধিবেশনের ডাক দিয়েছেন৷ অনেকেই একে কাটালুনিয়ার আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষনার পদক্ষেপ হিসেবে দেখছে৷
অনেকেই কার্লেস পুজদেমনকে পুনঃভোটের মাধ্যমে এ সংকট মোকাবেলার আহ্বান জানালেও কাটালুনিয়ার সরকারের মুখপাত্র ‘সমাধানের পথ নয়’ বলে এ প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন৷
অন্যদিকে স্পেনের উপ-প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ১৫৫ ধারা কার্যকর হওয়া মাত্রই পুজদেমন তাঁর পদ হারাবে আর মাদ্রিদ তখন নিজস্ব প্রতিনিধি নির্বাচন করবে৷ ছ’মাসের মধ্যেই স্প্যানিশ সরকার আঞ্চলিক ভোটের ব্যবস্থা করবে বলেও জানান তিনি৷
আরএন/এসিবি (রয়টার্স)