স্প্যানিশ তরুণীকে মুক্তি দিলো ইরান
২৭ ফেব্রুয়ারি ২০২৩২৪ বছর বয়সি আনা বানেইরা সুয়ারেজকে আটকের তিন মাস পর মুক্তি দেয়া হলো। আটকের পূর্বে তিনি একটি মানবাধিকার সংস্থায় কর্মরত ছিলেন।
"গতকাল রবিবার তাকে মুক্তি দেয়া হয়, কিন্তু তার বিমান ইরান থেকে উড্ডয়নের পূর্বে আমরা তা প্রকাশ্ করতে চাইনি,” সাংবাদিকদের বলেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।
"আমি তার সাথে কথা বলেছি...তিনি সুস্থ আছেন। তিনি আমাকে জানিয়েছেন যে, তিনি উত্তর-পশ্চিম স্পেনে রওনা দিয়েছেন, যেখানে তিনি বসবাস করতেন।"
তবে সুয়ারেজকে মুক্তি দেয়া হলেও আরেক স্প্যানিশ নারী সান্তিয়াগো সানচেজ এখনও ইরানের কারাগারে রয়েছেন। হেঁটে কাতার বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার সময় ইরানে এই ফুটবল ভক্তকে আটক করা হয়। শীঘ্রই তারও মুক্তির আশা করছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী।
হিজাব আইন ভঙ্গের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে মাহসা আমিনিকে গ্রেপ্তার করে ইরানের ‘নৈতিকতা রক্ষা' পুলিশ। পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হলে ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করে সরকার। তাদের মধ্যে নয়জন ইউরোপের বাসিন্দাও রয়েছেন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল।
২০২২ সালের ছবিঘর
একেএ/এসিবি (এএফপি, রয়টার্স)