হংকংয়ের শেষ গণতন্ত্রপন্থি সংবাদপত্র বন্ধ হয়ে গেল
হংকংয়ে বাকস্বাধীনতা খর্ব করতে সাম্প্রতিক সময়ে চীন ও হংকং কর্তৃপক্ষের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল অ্যাপল ডেইলি৷ সে কারণে সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিকপক্ষ৷
গণতন্ত্রের সমর্থক শেষ সংবাদপত্র
গণতন্ত্র সমর্থন করে হংকংয়ে এমন কিছু অনলাইন মিডিয়া আছে৷ তবে এই ঘরানার একমাত্র দৈনিক ছিল ‘অ্যাপল ডেইলি’৷ বৃহস্পতিবার তার শেষ সংস্করণ বের হয়েছে৷
দশ লাখ কপি
সাধারণত দৈনিক ৮০ হাজার কপি পত্রিকা বের হত৷ কিন্তু শেষ দিন দশ লাখ কপি ছাপা হয়েছিল৷ সকাল সাড়ে আটটার মধ্যে সব বিক্রি হয়ে যায়৷ লাইন ধরে মানুষকে অ্যাপল ডেইলি কিনতে দেখা যায়৷
২৬ বছরের ইতিহাস
১৯৯৫ সালে পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল৷ হংকংয়ে বাকস্বাধীনতা খর্ব করতে সাম্প্রতিক সময়ে চীন ও হংকং কর্তৃপক্ষের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল অ্যাপল ডেইলি৷
নতুন আইনের ব্যবহার
২০১৯ সালে হংকংয়ে গণতন্ত্রের সমর্থনে বিশাল বিক্ষোভ হয়েছিল৷ সে কারণে জাতীয় নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন করা হয়৷ সেই আইন ব্যবহার করে গত সপ্তাহে সম্পাদক ও কর্মকর্তাসহ অ্যাপল ডেইলির পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছিল৷ এছাড়া প্রায় সাড়ে ১৯ কোটি টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করে পুলিশ৷ সে কারণে পত্রিকাটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷
সমর্থন
বুধবার অ্যাপল ডেইলির শেষ দিন- এই খবর জানাজানি হওয়ার পর সন্ধ্যায় অফিসের সামনে প্রায় ১০০-র মতো মানুষ জড়ো হয়েছিলেন৷ ছবিতে অ্যাপল ডেইলির কর্মীদের জড়ো হওয়া সমর্থকদের ধন্যবাদ দিতে দেখা যাচ্ছে৷
শেষ কাজ
ছবিতে অ্যাপল ডেইলির এক কর্মীকে শেষ সংস্করণ নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে৷ এই সংস্করণে ছাপা হওয়া এক ছবিতে পত্রিকার এক সদস্যকে অফিসের বাইরে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্য হাত নাড়তে দেখা গেছে৷ শিরোনাম দেয়া হয়েছে এমন- ‘হংকংয়ের বাসিন্দারা বৃষ্টিতে দাঁড়িয়ে ব্যথিত মনে বিদায় জানাচ্ছে, আমরা অ্যাপল ডেইলিকে সমর্থন করি৷’