1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হজযাত্রীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক

১৮ মার্চ ২০২১

এবছর পবিত্র হজে যেতে আগ্রহীদের কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

https://p.dw.com/p/3qndj
Saudi-Arabien Mekka | Erste Pilger nach Coronasperrung
ছবি: Saudi Ministry of Hajj and Umra/AFP/Getty Images

বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আসন্ন পবিত্র ২০২১ হজপালনের উদ্দেশ্যে যাত্রাকারীদের কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে হবে৷

হজযাত্রীদের আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি সিস্টেমে নিবন্ধিত ১৮ বছরের উর্ধ্বে ও ৪০ বছরের নীচে ৪,৮৩৩ জন এবং ৪০ বছরের উর্ধ্ধে ৫৫, ৮৭৩ জন মোট ৬০,৭০৬ জনকে কোভিড ১৯ টিকা গ্রহণ করতে হবে৷ টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ লাইসেন্স নম্বর, এজেন্সির নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে৷

স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে মার্চ মাসের মধ্যে টিকার প্রথম ডোজ ও মে মাসের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে৷

উল্লেখ্য, হজ যাত্রীদের কোভিড-১৯  এর টিকা গ্রহণ বাধ্যতামূলক বলে রাজকীয় সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশিত হয়েছে৷

এনএস/কেএম