1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশকিউবা

হারিকেন অস্কারের তাণ্ডবে কিউবায় মৃত ছয়

২২ অক্টোবর ২০২৪

কিউবার পূর্বদিকের এলাকা গুয়ান্তানামো হারিকেনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাভানায় বিদ্যুৎ এসেছে।

https://p.dw.com/p/4m4lo
হারিকেন অস্কারের ফলে হাভানাতেও বড় ঢেউ ওঠে।
হারিকেন অস্কারের ফলে কিউবায় ছয়জন মারা গেছেন। ছবি: Ramon Espinosa/AP/picture alliance

কিউবার রোববার হারিকেন অস্কার আছড়ে পড়ে। তার আগে থেকেই সেখানে গ্রিড বিপর্যয়ের ফলে ব্যাপক বিদ্যুৎ সংকট চলছিল।

হারিকেনের তাণ্ডবে ছয়জনের মৃত্যু হয়েছে বলে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল সোমবার জানিয়েছেন।

ঘূর্ণিঝড় অস্কারের ফলে কিউবার পূর্বদিকের তটভূমি সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি ও ঝড় হয়েছে। 

প্রেসিডেন্ট টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ঝড় ও বৃষ্টির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়ান্তানামো।

গত শুক্রবার কিউবার সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র বসে যায়। এর ফলে পুরো গ্রিড অচল হয়ে পড়ে। কমিউনিস্ট শাসিত এই দেশের এক কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন।

এরপর ছোটখাট কিছু বিক্ষোভ হয়। কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দেয়, কোনোরকম অশান্তি বরদাস্ত করা হবে না। দোষীদের শাস্তি দেয়া হবে।

হাভানার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ এসেছে

কিউবার পাওয়ার গ্রিড অপারেটর সোমবার সন্ধ্যায় জানিয়েছে, রাজধানী হাভানার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফিরে এসেছে। ফলে রাজধানীর ২০ লাখ মানুষকে আর অন্ধকার রাত কাটাতে হচ্ছে না।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হাভানার বাইরে সব জায়গায় এখনো বিদ্যুৎ আসেনি।

জিএইচ/এসজি(এএফপি, এপি)