হেসেখেলেই সিরিজ জিতলো বাংলাদেশ
২২ জানুয়ারি ২০২১১৬ দশমিক ৪ ওভার হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করেছে তামিম ইকবালের দল৷
প্রথম ম্যাচের মতো এবারও দলের পক্ষে সবচেয়ে বড় ইনিংসটাই খেলেছেন তামিম৷ সেদিন মাত্র ছয় রানের জন্য ফিফটি মিস করার আক্ষেপটা এবার ঘুচেছে৷ তবে ওই পর্যন্তই৷ ৭৬ বলে তিন চার আর এক ছক্কায় ঠিক ৫০ করেই তিনি আউট৷ ততক্ষণে অবশ্য লক্ষ্য একেবারে নাগালে৷ সাকিবের হার না মানা ৪৩-ই সিরিজ হার নিশ্চিত করে হোয়াইট ওয়াশের শঙ্কার মুখে ফেলে দেয় সফরকারীদের৷
তবে লিটন (২২) এবং শান্তর (১৭) ব্যর্থতা সত্ত্বেও সহজ জয় পাওয়ার মজবুত ভিত তার আগেই তৈরি করে দিযেছিলেন বোলাররা৷ প্রথম ম্যাচে মাত্র ৮ রানে ৪ উইকেট পাওয়া সাকিব এবার পেয়েছেন ৩৮ রানে ২ উইকেট৷ তার তুলনায় অনেক কম খরুচে ছিলেন মুস্তাফিজ৷ ২ উইকেট ঝুলিতে পুরতে তার খরচ মাত্র ১৫ রান৷ হাসান মাহমুদ আগের দিনের মতো (৩ উইকেট) সফল না হলেও একটি উইকেট পেয়েছেন ঠিকই৷
এই ম্যাচে টার্নিং উইকেটের সুবিধা তোলায় সবচেয়ে সফল মেহেদি মিরাজ৷ ২৫ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ম্যান অব দ্য ম্যাচ৷ তার ঘূর্ণিবল এত কার্যকর না হলে রভম্যান পাওয়েল (৪১) ওয়েস্ট ইন্ডিজের স্কোরটাকে আরো বড় করে বিপদ বাড়াতে পারতেন- সে কথা ভেবেই হয়ত সাকিবের অলরাউন্ড পারফর্ম্যান্সকে একটু পেছনে রেখেছেন ম্যাচসেরার বিচারকরা৷
তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি আগামী সোমবার৷ সেদিন জিতলেই হোয়াইট ওয়াশ এবং সেই সঙ্গে বিশ্বকাপ সুপার লিগে তিন ম্যাচে ৩০ পয়েন্ট তুলে নেয়ার আনন্দে হাসবে বাংলাদেশ৷
এসিবি/জেডএইচ (ক্রিকইনফো)