হোমস নগরী
৩ মার্চ ২০১২ভয়াবহ নৃশংসতা
গত মাসের শুরু থেকে হোমস শহরে ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু করে আসাদের অনুগত সেনাবাহিনী৷ এরপর তাদের আক্রমণের মুখে গত বৃহস্পতিবার শহর ছাড়তে বাধ্য হয়েছে আসাদ বিরোধী বিদ্রোহী সেনারা৷ হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, গত ২৭ দিনে প্রায় ৭০০ মানুষ প্রাণ হারিয়েছে৷ আহত হয়েছে কয়েক হাজার মানুষ৷ নিজ দেশের জনগণের ওপরই আসাদের সেনারা প্রতি ঘন্টায় প্রায় ১০০টি গোলা নিক্ষেপ করেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ৷ হোমস শহরের বাবা আমর এলাকাতে বেশ কয়েকজন সাংবাদিকের বরাত দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ যে বিবরণ দিয়েছে তা সত্যিই ভয়াবহ৷ তারা জানায় বাবা আমর এলাকাতে প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অব্যাহতভাবে গোলা এসে আঘাত হেনেছে৷ ১২২ মিলিমিটার হাউইট্জার, ১২০ মিলিমিটারের মর্টার এবং রুশ নির্মিত ২৪০ মিলিমিটার মর্টারের গোলা হোমসের বাড়ি ঘরগুলোকে বিধ্বস্ত করে দিয়েছে৷ এক সাংবাদিক জানান, গত ৬ ফেব্রুয়ারি তিনি দুই ঘন্টায় ২০০টি বিস্ফোরণ শুনেছেন৷ আরেক সাংবাদিক জানান, গত ১৬ ফেব্রুয়ারি তিনি মাত্র ১৫ মিনিটে ৫৫ বার বিস্ফোরণের শব্দ পান৷ হিউম্যান রাইটস ওয়াচ এই হামলা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে৷
যুদ্ধাপরাধের অভিযোগ
এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুনও সিরিয়ার সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আসাদ বাহিনী হোমসে নির্মমতা দেখাচ্ছে৷ এদিকে সিরিয়ার প্রতিবেশী দেশ তুরস্কের পক্ষ থেকে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছে৷ এই অভিযোগ তুলেছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রী আহমেদ দাভুতোগ্লু৷ শনিবার ইস্তান্বুলে সফররত ইটালির পররাষ্ট্র মন্ত্রী জিলিও তেরজির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন চলাকালে তিনি এই অভিযোগ তুলেন৷ দাভুতোগ্লু বলেন, সিরিয়ার সেনাবাহিনী প্রতিদিন মানবতার বিরুদ্ধে অপরাধ করে চলেছে৷ তারা যেসব নৃশংসতা এবং অপরাধ করে যাচ্ছে তাতে যুদ্ধাপরাধের চিহ্ন রয়েছে৷ এর মাধ্যমে সিরিয়ার সরকার সব ধরণের আলোচনার পথ বন্ধ করে দিয়েছে৷ সংবাদ সম্মেলনে তুরস্ক এবং ইটালির উভয় পররাষ্ট্র মন্ত্রী হোমস শহরে ত্রাণ সংস্থাকে বাধা দেওয়ার জন্য দামেস্কের নিন্দা জানান৷
দেরাতে বিস্ফোরণ
এদিকে দেরা শহরে আজ এক গাড়ি বোমা বিস্ফোরণে সাত ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেল৷ সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম দেরা শহরে বিস্ফোরণের জন্য সরকার বিরোধীদের দায়ী করেছে৷ তারা এটিকে আত্মঘাতী হামলা বলে জানিয়েছে৷ তবে সরকার বিরোধীরা এর সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে৷ অন্যদিকে নিহত দুই সাংবাদিকের লাশ ফেরত দেওয়ারও খবর পাওয়া গেছে৷ বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে যে নিহত মার্কিন সাংবাদিক মারি কলভিন এবং ফরাসি চিত্র সাংবাদিক রেমি ওচলিকের লাশ আজ হস্তান্তর করেছে সিরিয়ার কর্তৃপক্ষ৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী