1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৪ লাখ গবাদিপশু, টিকা ৫০ হাজার !

২৫ আগস্ট ২০১০

কর্নেল তাহেরের গোপন বিচারের নথি খুঁজে পাওয়া যাচ্ছে না৷ কারা কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে কোন তথ্যও নেই৷ রয়েছে অ্যানথ্রাক্স রোগ সংক্রমণ রোধে সরকারের সীমাবদ্ধতার খবর৷ আরো থাকছে পপগুরুর দেশে ফিরে আসা নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/OvGo
অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাই, কাটা বা ধোয়ামোছা করলে কিংবা এর মাংস খেলে এই রোগ হতে পারে (ফাইল ফটো)ছবি: DW

গোপন বিচারের নথি গায়েব

দৈনিক সমকাল মূল প্রতিবেদন করেছে কর্নেল তাহেরের সামরিক বিচারের গোপন নথি নিয়ে৷ শিরোনাম, ‘ফাঁসির নথি মিলছে না'৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারে তন্ন তন্ন করে খুঁজেও কর্নেল তাহেরসহ ১৭ জনের বিচার সংক্রান্ত নথির সন্ধান মেলেনি৷ এ সংক্রান্ত কোনো তথ্যও নেই কারা কর্তৃপক্ষের কাছে৷ একই বিষয়ে দৈনিক কালেরকণ্ঠের শিরোনাম, ‘তাহেরের বিচারের নথি কোথায়?' পত্রিকাটির জানাচ্ছে, কর্নেল তাহেরের পরিবারও একাধিকবার বিচারের নথি চেয়ে সরকারের কাছে আবেদন করেন৷ কিন্তু তা দেয়া হয়নি৷ এমনকি কালেরকণ্ঠের কথায়, যে রেগুলেশনে সামরিক আদালত গঠন করা হয়েছিল, তাতে নাকি মৃত্যুদণ্ডের বিধানই ছিলনা৷

১১ লাখ গরুর জন্য ৫০ হাজার টিকা!

দৈনিক প্রথম আলো অ্যানথ্রাক্স নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছে৷ মূল প্রতিবেদনের শিরোনাম, ‘সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণের চেষ্টা, ১১ লাখ গরুর জন্য ৫০ হাজার টিকা!'৷ সিরাজগঞ্জে গরু-ছাগলের সংখ্যা ১৪ লাখ, অথচ টিকা আছে মাত্র ৫০ হাজার৷ ফলে অ্যানথ্রাক্স প্রতিরোধে এই মুহূর্তে সব গবাদিপশুকে টিকা দেয়া সম্ভব নয়৷ এই বিষয়ে প্রথম আলো'র অপর শিরোনাম, ‘মানুষ থেকে মানুষে এ রোগ ছড়ায় না, দরকার সতর্কতা'৷ অ্যানথ্রাক্স বা তড়কা রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷ তড়কা আক্রান্ত গরু জবাই, কাটা বা ধোয়ামোছা করলে কিংবা এর মাংস খেলে এই রোগ হতে পারে৷ কিন্তু মানুষ থেকে মানুষে তা ছড়ায় না৷

দেশে ফিরেছেন আজম খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে, ‘দেশে ফিরেছেন আজম খান'৷ মুখে ক্যান্সার আক্রান্ত আজম খানকে গত ১৪ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়৷ সেখানে একটি হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে৷ বর্তমানে আজম খান অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তাঁর মেয়ে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই