1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১৪ সালের বিশ্বকাপের টিকিট কিনতে চান?

৭ অক্টোবর ২০১৩

বৃহস্পতিবার পর্যন্ত টিকিটের জন্য আবেদন করা যাবে৷ এখানেই টিকিট বিক্রির প্রথম পর্যায়ের অন্ত৷ এ যাবৎ সাড়ে চার কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে৷ বাকি টিকিট বিক্রি হবে ৫ নভেম্বর থেকে, ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভড ভিত্তিতে৷

https://p.dw.com/p/19u9r
ছবি: AFP/Getty Images

ফুটবলে বিশ্বকাপ, তা-ও ব্রাজিলে৷ আগস্ট মাসে টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম সাত ঘণ্টাতেই দশ লাখ টিকিটের আবেদন পড়ে৷ সেই সময়ে অনলাইন অ্যাপ্লিকেশন পড়ে ১ লাখ ৬৩ হাজার, যেগুলোর মধ্যে আমাদের এক সহকর্মীর – নাম করব না – আবেদনও আছে৷

নিয়ম অনুযায়ী প্রত্যেক আবেদনকারী টুর্নামেন্টের ৬৪টি খেলার বড় জোর সাতটির জন্য ম্যাচ প্রতি চারটি টিকিটের আবেদন করতে পারেন৷ আমাদের সহকর্মীর এত লোভ নেই: তিনি দু'টি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য একটি করে টিকিট পেলেই সন্তুষ্ট৷ টিকিট বিক্রি শুরুর প্রথম দিনেই আবেদন করেছিলেন৷ এখন উত্তরের অপেক্ষায় আছেন৷

সাধে কি ফিফার মার্কেটিং ডাইরেক্টর থিয়েরি ভাইল টিকিটের চাহিদা সম্পর্কে বলেছেন, ‘‘ইমপ্রেসিভ''৷ আবেদনের পরিমাণ থেকেই নাকি বোঝা প্রায়, বিশ্বকাপে মানুষজনের কি পরিমাণ আগ্রহ৷ আবেদনের ৭৭ শতাংশ এসেছে ব্রাজিলিয়ানদের কাছ থেকে; আর্জেন্টিনীয়রা ২ লাখ ২০ হাজারের বেশি টিকিটের আবেদন করেছে; মার্কিনিরা করেছে ১ লাখ ৭৫ হাজার৷

অবশ্য কথা হচ্ছে শুধু টিকিট বিক্রির প্রথম পর্যায় নিয়ে৷ ব্রাজিল বিশ্বকাপের মোট ৩৩ লাখ টিকিট পাওয়া যাবে৷ তার এক-তৃতীয়াংশের কম – অর্থাৎ দশ লাখ – বিক্রি হচ্ছে প্রথম পর্যায়ে৷ এবং স্বভাবতই অধিকাংশ আবেদন এসেছে সাও পাওলোয় উদ্বোধনী খেলা, রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনাল, এবং ব্রাজিলের সব ক'টি ম্যাচের জন্য৷

ফাইনালের টিকিটের দর রাখা হয়েছে ৪৪০ ডলার থেকে ৯৯০ ডলার অবধি৷ ব্রাজিলের ফ্যানরা সস্তায় টিকিট পাবেন: তাদের পড়বে ১৬৫ ডলার৷ ৬০ বছরের বেশি বয়সের ব্রাজিলিয়ানরা এবং স্থানীয় ছাত্র, দুঃস্থ মানুষ ইত্যাদিরা ৮২ ডলারে টিকিট পাবেন৷ উদ্বোধনী খেলাটির টিকিটের দাম হবে ২২০ ডলার থেকে ৪৯৫ ডলার অবধি৷ ব্রাজিলিয়ানদের জন্য এখানেও কনসেশনের ব্যবস্থা থাকবে৷

প্রথম পর্যায়ের টিকিটের জন্য যে সব ম্যাচে আসনের চেয়ে বেশি আবেদন পড়েছে, সেখানে ব়্যান্ডম লটারি করা হবে৷ ৫ নভেম্বর থেকে টিকিট বিক্রি হবে ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভড ভিত্তিতে৷ টিকিট বিক্রির তৃতীয় পর্যায় শুরু হবে ৮ ডিসেম্বর: ততদিনে কোন দল কবে কোন ম্যাচ খেলবে, তা নির্ধারিত হয়ে যাবে৷ টুর্নামেন্ট শুরু হচ্ছে ১২ জুন৷

যাই হোক, প্রথম পর্যায়ে টিকিটের আবেদন এসেছে ২০০টি দেশ থেকে৷ তাদের মধ্যে নিশ্চয় জার্মানিও আছে৷ এবং সেই জার্মানি থেকে আমাদের সহকর্মী৷ কে জানে, ২০১৪ সালে আমরা তাঁকে ব্রাজিল থেকে লাইভ রিপোর্টিং করতে দেখব কিনা!

এসি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য