২০১৭ সালে পরিবেশবান্ধব ঘটনা কী ঘটেছে?
২০১৭ সালটিকে মোটেই পরিবেশবান্ধব বছর বলা যায় না৷ ডোনাল্ড ট্রাম্পের মতো পরিবেশবিরোধী মানুষ ক্ষমতায় এসেছেন এ বছর৷ পরিবেশের ক্ষতি হওয়ার মতো ঘটনাও ঘটেছে অসংখ্য৷ কিন্তু একেবারে ভেঙে পড়ার কারণ নেই৷ দেখুন ছবিঘরে৷
বাই বাই ডিজেল
ভারত, ফ্রান্স এবং ব্রিটেনের মতো বেশ কিছু দেশ সিদ্ধান্ত নিয়েছে, গ্যাস এবং ডিজেল চালিত গাড়ির সংখ্যা কমিয়ে ইলেকট্রিক চালিত গাড়ি তৈরিতে জোড় দেওয়ার৷ বিশ্বে সবচেয়ে বেশি গাড়ি প্রস্তুত করে চীন৷ তারাও কেবলমাত্র জৈব জ্বালানি দিয়ে চালিত গাড়ি ‘ব্যান’ করার একটি পরিকল্পনা করেছে৷ পরিবেশবান্ধব জ্বালানির দিকে এক ধাপ এগোতেই পারে ২০১৮৷
মৌমাছির স্বপ্ন
জীববৈচিত্রে মৌমাছিদের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ কিন্তু সেই মৌমাছিরাই এখন অস্তিত্বসংকটে৷ নিওনিকোটিনয়েডসের মতো কীটনাশকের ব্যবহারের কারণে, মৌমাছিরাও বিলুপ্তির পথে৷ আশার কথা, ইউরোপীয় কমিশন তিনটি ক্ষতিকারক নিওনিকোটিনয়েডস বন্ধের পরিকল্পনা করেছে৷ যদিও এখনো অনেক কাজ বাকি৷
কার্বনহীন ভবিষ্যৎ
জার্মানির মতো বিশ্বের বহু দেশেই শক্তি উৎপাদনে কয়লা এখনও প্রাথমিক জ্বালানি৷ বিকল্প শক্তির দাবিতে ও কয়লার ব্যবহার বন্ধ করতে ২০১৭ সালে এই দেশগুলিতে আন্দোলন হয়েছে৷ ২০৩০ সালের মধ্যে কয়লার ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছে ইইউ-র বহু দেশ৷ নতুন কারখানাগুলিতে কয়লার ব্যবহার যাতে না হয়, তার জন্য ব্যবস্থা নিয়েছে ইউরোপের অধিকাংশ জাতীয় এনার্জি কোম্পানি৷ তবে পোল্যান্ড ও গ্রিস এখনও এ বিষয়ে সহমত হয়নি৷
সমুদ্র মন্থন
পরিবেশ আলোচনার অন্যতম বিষয় এখন সামুদ্রিক দূষণ৷ ২০১৭ সালে ২০০টি দেশ সামুদ্রিক দূষণ কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল৷ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিও সমুদ্রে মাইক্রোপ্লাস্টিক ছড়ানো বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে৷ ই-ওয়েস্টের বিষয়ে আরো কড়া মনোভাব নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷
ট্রাম্পকে পোছে কে?
ক্ষমতায় আসার পর থেকে পরিবেশবিরোধী একের পর এক মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু এরও সদর্থক দিক আছে৷ ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করছে বহু মার্কিন সংস্থা এবং সাধারণ মানুষ৷ পরিবেশ বিষয়ে সচেতনতাও বাড়ছে৷ নভেম্বরে ‘কপ২৩’ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন জানিয়েছেন, প্রেসিডেন্ট যা-ই বলুন, পরিবেশ আন্দোলন বন্ধ হবে না৷ ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে আন্দোলন তার প্রমাণ৷
ফরাসি পরিবেশ
উষ্ণায়ন বিরোধী পরিবেশ আন্দোলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ভূমিকা গুরুত্বপূর্ণ৷ তাঁর ভূমিকা ‘সিম্বোলিক’ হতে পারে, কিন্তু তাঁর জন্যই পরিবেশচর্চা জনসমক্ষে আসছে৷ ১৮ জন আবহাওয়া বিষয়ক গবেষককে তিনি গ্রান্ট দিয়েছেন৷ বহু মার্কিন গবেষক তাঁদের আবহাওয়া সংক্রান্ত কাজ নিয়ে ফ্রান্সে চলে আসছেন ট্রাম্পের বিরোধিতা করে৷
বিন্দু জমেই সিন্ধু
বিশ্ব জুড়ে সাধারণ মানুষ পরিবেশ বান্ধব কাজ করছেন৷ সব খবর শিরোনামে আসে না৷ বিন্দু জমেই সিন্ধু হয়৷ যা ভবিষ্যত উন্নতির সোপান হতে পারে৷ উদাহরণ হিসেবে ফিজির মামানুকা দ্বীপপুঞ্জের কথা বলা যায়৷ সেখানে কোরাল গ্রোয়িং প্রকল্প গ্রহণ করা হয়েছে৷ আবার নিগারের পরিবেশকর্মীরা জিরাফদের জন্য অভয়ারণ্যের দাবিতে আন্দোলন করছেন৷
স্বপ্ন দেখব বলে
গত বছরের এপ্রিলে, ব্রিটেনে প্রথম কনজারভেশন অপটিমিসম সামিট অনুষ্ছিত হয়েছে৷ যেখানে পরিবেশবান্ধব বেশকিছু সদর্থক কাজের কাহিনি আলোচিত হয়েছে৷ অংশগ্রহণকারীরা জানিয়েছেন, মধ্য ইউরোপে লিনসেক্স বা এক ধরনের বিলুপ্তপ্রায় বনবিড়ালকে ফিরিয়ে আনা গিয়েছে৷ ভারতে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ এই শতাব্দীতে প্রথম এই সংখ্যাবৃদ্ধির ঘটনা ঘটল৷ সমস্যা থাকবে৷ কিন্তু এই সামিটের লক্ষ্যই হলো সমস্যার মোকাবিলা করে স্বপ্ন রচনা করা৷