২৫ বছরে পড়লো কলকাতার রেনবো প্রাইড ওয়াক
ভারত তো বটেই, কলকাতার রেনবো প্রাইড ওয়াক হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো প্রাইড ওয়াক।
২৫ বছরে প্রাইড ওয়াক
কলকাতায় এই প্রাইড ওয়াক শুরু হয়েছিল ১৯৯৯ সালে। রোনবো প্রাইড ওয়াকের এটা ছিল ২৫তম বছর। ভারত তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো এই প্রাইড ওয়াকে সামিল হয়েছিলেন বহু মানুষ।
পার্ক স্ট্রিট পর্যন্ত
প্রতি বছরের মতো এই প্রাইড ওয়াক শুরু হয়েছিল পার্ক সার্কাসের লেডি ব্রোবোর্ন কলেজ থেকে। শেষ হলো পার্ক স্ট্রিটে।
হাজারো মানুষ
এই প্রাইড ওয়াকে সামিল হয়েছিলেন অন্তত পাঁচ হাজার মানুষ। এলজিবিটিকিউপ্লাস এবং তাদের অধিকারের সমর্থনে থাকা মানুষরা পথে নেমেছিলেন।
মিছিলের স্লোগান
এই প্রাইড ওয়াক থেকে স্লোগান উঠলো, এনজিবিটিকিউপ্লাসদের অধিকার দিতে হবে। তাদের প্রতি বৈষম্য করা চলবে না। তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার দিতে হবে। লিঙ্গসাম্যের অধিকার দিতে হবে।
বিশাল রেনবো পতাকা
এই মিছিলে ছিল বিশাল রংধনু পতাকা। সেই পাতাকার নিচে এলজিবিটিকিউপ্লাস বা তাদের অনেক সমর্থক ছিলেন।
গান-নাচের ছন্দে
একটা বড় ট্রাকের মধ্যে রাখা জোরালো স্পিকার। গান গাওয়া হচ্ছে। সেই গানের ছন্দে নাচও। এভাবেই রেনবো প্রাইড ওয়াক এগিয়ে চললো কলকাতার পথে।
মিছিলের আগে
মিছিলে যারা অংশ নিয়েছিলেন, তাদের অনেকেই এইভাবে মুখে লাগিয়ে নিলেন রংধনুর রং।
বাঁধ ভাঙার মিছিল
এই মিছিলে অংশগ্রহণকারীদের গলায় ছিল বাঁধ ভাঙার গান। সামাজিক বাঁধ ভাঙার, মানসিকতার পরিবর্তনের, লিঙ্গসাম্যের দাবি উঠলো এই মিছিল থেকে।