1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

২৪ মার্চ ২০২০

দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনকে ছয় মাসের জন্য মুক্তি সিদ্ধান্ত দিয়েছে সরকার৷ এক জরুরি সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্ত জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক৷

https://p.dw.com/p/3ZwmL
ফাইল ফটোছবি: picture-alliance/dpa/AP Photo/A. M. Ahad

তবে শর্তসাপেক্ষে খালেদাকে দেয়া হচ্ছে এ মুক্তি৷ এই ছয় মাস তাকে চিকিৎসা নিতে হবে দেশে থেকেই৷ 

‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি মুক্তি পাচ্ছেন’’

আইনমন্ত্রী আনিসুল হক এই বিষয়ে বলেন, ‘‘খালেদা জিয়াকে তার পরিবারের আবেদনে মানবিক কারণে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি (আইন মন্ত্রণালয়) তার মুুক্তির প্রস্তাব অনুমোদন করেছি । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের কাগজ পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি মুক্তি পাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে আইনি প্রক্রিয়ায় দুই শর্তে তাকে মুক্তি দেয়া।’’

এই দুই শর্ত সম্পর্কে তিনি বলেন, ‘‘তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে এই মুক্তি দেয়া হচ্ছে। তাকে এই সময়  নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিতে হবে। দেশের যেকোনো হাসপাতালেও তিনি চিকিৎসা নিতে পারবেন। কিন্তু দেশের বাইরে যেতে পারবেন না।’’

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মাহমুদ চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘খালেদা জিয়কে তার পরিবারের আবেদনে মুক্তি দেয়া হচ্ছে। বিএনপি মুক্তির আবেদন করেনি। তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। এখন যেকোনো সময় তিনি মুক্তি পাবেন। তবে তাকে আরো আগে মুক্তি দেয়া উচিত ছিলো। কারণ কোনো অপরাধে নয়, রাজনৈতিক কারণে তাকে কারাগারে নেয়া হয়েছে।’’ 

‘‘বিএনপি মুক্তির আবেদন করেনি’’

তিনি আরো বলেন, ‘‘এই দুর্যোগের সময় তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়ায় আমরা খুশি। এই দুর্যোগের ভেতরে এটা একটা রাজনৈতিক পরিবর্তন। আগেতো মানুষ বাঁচতে হবে। তারপর সব।’’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া৷ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এর প্রিজন সেলে তাকে বর্তমানে চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে তাঁর পরিবারের পক্ষ থেকে এর আগে দুবার জামিনের আবেদন করা হয়েছিল।