1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও লকডাউন এক সপ্তাহ বাড়ছে

২৬ এপ্রিল ২০২১

চলমান লকডাউনের বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন৷

https://p.dw.com/p/3saSn
ফাইল ছবিছবি: Mohammad P. Hossain/REUTERS

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার ডয়চে ভেলের কন্টেন্ট পর্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷''

দেশে গত ১৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ এক সপ্তাহ বেড়ে ৫ মে পর্যন্ত কার্যকর হবে৷

মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে বলে জানান মন্ত্রী ৷ দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকার কথা বলেন তিনি৷ 

শুরুতে লকডাউনে শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ‘জীবন-জীবিকার কথা বিবেচনা করে' গত রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছে৷

মন্ত্রিপরিষদ বিভাগের গত শুক্রবারের প্রজ্ঞাপনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা  রাখার নির্দেশনা থাকলেও ঢাকা মহানগর পুলিশ রোববার বলেছে, ঈদের আগে রাত ৯টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা রাখা যাবে বলে তাদের জানানো হয়েছে৷

লকডাউনের মধ্যে সব ধরনের অফিস ও পরিবহন বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে৷তবে উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো  স্বাস্থ্যবিধি মেনে কাজ চালাতে পারবে৷

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীমিত জনবল দিয়ে ব্যাংকের বিভিন্ন শাখা খোলা রয়েছে৷

এনএস/ কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য