উলফা নেতা
২৮ সেপ্টেম্বর ২০১২ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশে আটক করা হয় ১৯৯৭ সালের ২১শে ডিসেম্বর৷ তখন এদেশে তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশসহ ফরেনার্স অ্যাক্টে তিনটি মামলা হয়৷
ঐ তিনটি মামলাতেই তাঁর সাজার মেয়াদ শেষ হয়েছে৷ কিন্তু তিনি এখনো বাংলাদেশের কারাগারেই আটক আছেন৷ স্বরষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগির বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আইনি প্রক্রিয়ায় অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হবে৷
এ নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান৷ তিনি ডয়চে ভেলেকে জানান, অনুপ চেটিয়ার তিনটি মামলায়ই তিনি তাঁর আইনজীবী ছিলেন৷ সাজার মেয়াদ শেষ হওয়ার পর নিরাপত্তার জন্য অনুপ চেটিয়া নিজেই তাঁকে ভারতে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছেন৷ আর তাঁর পক্ষে একই আবেদন জানিয়ে আদালতে একটি রিটও করা হয়েছে৷ এর কোনোটিরই অবশ্য এখনো নিষ্পত্তি হয়নি৷
তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো বন্দি বিনিময় চুক্তি নাই৷ তাই আবেদনের নিষ্পত্তি হলেও সরকার কিভাবে অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করবে, তা ভেবে দেখতে হবে৷
অ্যাডভোকেট এলিনা খান মনে করেন, আইনি প্রক্রিয়া শেষ হলেও অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা ঠিক হবে না৷ কারণ মানবাধিকারের বিষয়টি এখানে অনেক গুরুত্বপূর্ণ৷
এলিনা খান বলেন, অনুপ চেটিয়ার বিষয়টি সাধারণ কোনো অপরাধীর সঙ্গে মিলিয়ে ফেললে চলবে না৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ