1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুংফু শিখছে আফগান মেয়েরা

১৫ জুন ২০১৭

আফগানিস্তানে নারীর কথা বলতে গেলেই হয়ত চোখের সামনে ভেসে উঠবে নিকাব পরা নারীদের ছবি৷ যুদ্ধবিগ্রহে ক্ষতিগ্রস্ত মুসলিম রাষ্ট্রটিতে এখনো নারীর অধিকারের কথা বলাও যেন অপরাধ৷ তবে ভিন্নচিত্র দেখা যাচ্ছে এই ভিডিওতে৷

https://p.dw.com/p/2ejru
ছবি: Reuters/M. Ismail

কাবুলের তুষারাচ্ছাদিত পাহাড়ের চুড়ায় একদল আফগান নারী কুংফু চর্চা করছেন৷ চীনে প্রাচীনকাল থেকে চলে আসা এই আত্মরক্ষামূলক খেলায় আফগান মেয়েদের অংশগ্রহণের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে৷

বলে রাখা ভালো, আফগানিস্তানে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে৷ প্রচলিত অধিকাংশ খেলাতেই তাঁরা অংশ নিতে পারেন না৷ আর তাই হাজারা সম্প্রদায়ের মেয়েদের কুংফু চর্চাকে ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখা হচ্ছে৷ কুংফু প্রশিক্ষক বিশ বছর বয়সি সীমা আজিজি অবশ্য জানিয়েছেন যে, মূলত আত্মরক্ষার জন্য কুংফু শেখা হলেও এতে শারীরিক এবং মানসিক প্রশান্তিও মেলে৷

সীমা ইরানে কুংফু শিখেছেন৷ সেখানে প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ এবং রৌপ্য জেতার কৃতিত্বও রয়েছে তাঁর৷ কাবুলে গত বছরখানেক ধরে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন তিনি৷ এতে তাঁর বাবার সমর্থনও রয়েছে৷

এআই/এসিবি