কেউ পাত্তা পেলো না যেখানে!
৮ ডিসেম্বর ২০১৬বড়দিন এলেই পশ্চিমা দেশের অনেকে ‘হোয়াইট ক্রিসমাসের' স্বপ্ন দেখেন৷ মানে ক্রিসমাসের সময় তুষার পড়বে, চারদিক সাদা হয়ে থাকবে৷ বেশ মায়াবী একটা ব্যাপার আরকি৷ সমস্যা বাঁধিয়েছে জলবায়ু পরিবর্তন৷ তুষারপাতের সময়ও বদলে যেতে শুরু করেছে এই পরিবর্তনের কারণে৷
আর তুষারপাতের বিপত্তির ব্যাপারটাতো অনেকেই ভুলে যান৷ তাদের জন্যই এই ভিডিওটি৷ মন্ট্রিলের পাহাড়ি পথের ঢালুর দিকে একটি বাস বরফে খানিকটা ‘স্লিপ' করেছিল৷ তারপর সেটার সঙ্গে আরো কয়েকটি গাড়ি, আরেকটি বাস, পুলিশের গাড়ি, বরফ পরিষ্কার করা পিক-আপ সব একের পর এক ধাক্কা খেয়ে মুহূর্তেই পুরো রাস্তায় সৃষ্টি হয় বিশৃঙ্খলা৷ আসলে তুষারপাতের ফলে রাস্তায় বরফ জমে গিয়ে সেটা এত পিচ্ছিল হয়ে গিয়েছিল যে ঢালুর দিকে কিছুতেই গাড়ি আটকানো যাচ্ছিল না৷
পুরো ভিডিওটি স্মার্টফোনে রেকর্ড করে টুইটারে প্রকাশ করেন কভিন ক্লার্ক৷ তাঁর অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার হয়েছে ত্রিশ হাজার বারের বেশি৷ সেটি পছন্দ করেছেন সাঁইত্রিশ হাজার মানুষ৷ ইউটিউবেও রয়েছে ভিডিওটি, যেখানে গত ৪৮ ঘণ্টায় সেটি প্রদর্শিত হয়েছে বারো লাখেরও বেশি বার৷
এআই/এসিবি